বিশেষ প্রতিবেদক: ইজারাবিহীন সীমান্তনদী দৈাফাজান চলতি নদী থেকে খনিজ বালি পাথর চুরিতে জড়িত বালি পাথর চোর চক্রের মূল হোতা বাবুল মিয়া'কে গ্রেফতার করেছে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।গ্রেফতার বাবুল জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ভাদেরটেক (মণিপুরী হাটির) বাসিন্দা। মামলা দায়ের পূর্বক সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন।
এর পুর্ব সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে বাবুলকে ২৭ অক্টোবর রবিবার রাতে জেলা শহরের একটি ইলকট্রনিক্স সামগ্রী বিক্রয় কারি প্রতিষ্ঠানের সামনে থেকে গ্রেফতার করে। বাবুল জেলা আওয়ামী লীগের কিছু সংখ্যক নেতাদেও সাথে সখ্যতা গড়ে তোলে ধোপাজান চলতি নদী থেকে প্রতি দিবারাত্রী লাখ লাখ টাকার খনিজ বালি পাথর চুরি করে দেশের বিভিন্ন স্থানে নৌপথে বাল্কহেড যোগে সরবরাহ করে আসছিলো।
কাঁচা টাকার প্রভাব ও নিজে'কে আওয়ামী লীগার জাহির করতে নিজে ও নিজস্ব লাঠিয়াল বাহিনী নিয়ে খনিজ বালি পাথর চুরির টাকার জোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারী ছাত্র ও সাধারণ জনগণের উপর হামলার সাথে জড়িত ছিল এবং হামলাকারীদের আর্থিকভাবে গোপনে সহায়তা প্রদান করে আসছিল বলে অভিযোগ রয়েছে বাবুলের বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি নাজমুল হক ধোপাজান চলতি নদীতে খনিজ বালি পাথর রুট চুরি কান্ডে চালকের থেকে নিয়মিত বর অংকের ভাগ নিতেন বাবুলের নিকট থেবে। বাবুলের বিরুদ্ধে বিভিন্ন বিশ্বম্ভরপুর ও সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেন জেলা পুলিশের দায়িত্বশীল অফিসার।।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার