এম মনিরুজ্জামান, পাবনা: সুজানগরে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজায় নির্মিত পাঁচটি প্রতিমা ভাঙচুরের ঘটনায় প্রধান আসামি বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু (৩৪) কে গ্রেফতার করেছে পুলিশ। আগুন বাচ্চু পৌরসভার মসজিদ পাড়া মহল্লার লোকমান প্রামাণিকের ছেলে। পাবনার সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম জানান,গত ১ অক্টোবর ২০২৪ ইং তারিখে রাতে পাল পাড়ার পুরাতন বারোয়ারী মন্দিরে দূর্গা পূজা উদযাপন উপলক্ষে নির্মিত প্রতিমা ভাঙচুর করা হয়।
মন্দিরের সভাপতি বিজন কুমার পালের লিখিত অভিযোগের ভিত্তিতে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অপরাধে রুজুকৃত মামলায় তদন্তেপ্রাপ্ত প্রধান অভিযুক্ত বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু (৩৪) কে সুজানগর থানা পুলিশের একটি চৌকশ দল ৬ অক্টোবর ভোরে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে।
তাকে জিজ্ঞাসাবাদে সে জানায় দেশে পরিবর্তিত পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার উদ্দেশ্যে সে মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভাংচুরের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে গ্রেফতার এড়াতে রাজবাড়ী জেলায় আত্মগোপন করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার