সঞ্জয় দাস, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে দুই মাদক সেবীর ছয় মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে (২০ আগষ্ট) সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হোসাইন এই দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডিতরা হলেন সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের মাঝাপাড়া এলাকার কৃষ্ণ রায়ের ছেলে ডালিম চন্দ্র রায় (২৭) ও দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ভুজারীপাড়া এলাকার দিনেশ চন্দ্র রায়ের ছেলে বিধান চন্দ্র রায় (৩৫)। দুপুরে বাঙ্গালীপুর ইউনিয়নের কোমর ঢুলা এলাকায় অভিযান কালে তাদের মাদক সেবনের সময় হাতে নাতে আটক করা হয়।
এ সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের ছয় মাস করে কারাদন্ড এবং এক হাজার করে টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযান কালে সৈয়দপুর থানার উপ- পরিদর্শক (এসআই) সাহিদুর রহমান ও আহসান হাবীব উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসাইন বলেন, দন্ডিতদের নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করেছে পুলিশ।#
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার