• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:

স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সাক্ষাৎ

সংবাদদাতা / ১২২ পাঠক ভিউ
আপডেট সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩

বিশ্বব্যাংকের প্রতিনিধিদল রবিবার (৩০ জুলাই) ঢাকায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক।

প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশে গ্রামীণ অবকাঠামো, রাস্তাঘাট প্রশস্তকরণের জন্য বিনিয়োগের বিষয়ে আলোচনা করেন। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সিটি করপোরেশনে বরাদ্দ নির্দিষ্টকরণ, ঢাকার চারপাশে নদীগুলো দূষণ ও দখলমুক্তকরণ, প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিতকরণসহ বিভিন্ন খাতে বিশ্বব্যাংকের বিনিয়োগ বৃদ্ধি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এ সময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির প্রশংসা করেন এবং বাংলাদেশে তাদের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। বিশ্বব্যাংকের অর্থায়নে স্থানীয় সরকার বিভাগে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতির বিষয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।

আলোচনা শেষে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর ইংরেজি অনুবাদ ও স্মারক উপহার দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...