এম মাসুদ রানা (সুমন), স্টাফ রিপোর্টারঃ ঢাকার মিরপুরের পল্লবী মডেল থানা সংলগ্ন স্মাট বাংলাদেশ সোসাইটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ১৪ জুলাই ২০২৩ উক্ত সভায় নবগঠিত সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যগন উপস্থিত ছিলেন। উক্ত সভায় স্মার্ট বাংলাদেশ সোসাইটি (সংগঠন) এর নিবন্ধন ও কার্যনির্বাহী কমিটি সহ সকল কমিটি গঠন এবং নতুন সৎ যোগ্য সদস্য সংগ্রহ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা সভায় বাংলাদেশের বিভিন্ন বিভাগ ও জেলা হতে আগত অত্র সংগঠনের পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আজকের এই অনুষ্ঠানের স্পন্সার ছিলেন টেকনো টাওয়ার কোম্পানির পরিচালক জনাব মোঃ আব্দুর রহিম সবুজ।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলেই এক সাথে রাজধানীর মিরপুর রুপনগর আবাসিক মোড় সিক্স সেশন্স চাইনিজ রেস্টুরেন্টে রাতের খাবার খেয়ে দেশের দূরদূরান্ত থেকে আগত অতিথি বৃন্দ যার যার গন্তব্যস্থানের উদ্দেশ্যে রওনা হন। আজকের আলোচনা সভা সম্পর্কে অত্র সংগঠনের সাধারণ সম্পাদক এবং সভাপতি বলেন আজকের আলোচনা সভার মাধ্যমে আমাদের স্মার্ট বাংলাদেশ সোসাইটি এর মূল কার্যক্রম শুরু হলো ইনশাআল্লাহ আমরা আমাদের সংগঠনের সরকারি নিবন্ধন এর জন্য অচিরেই আবেদন করব ইনশাআল্লাহ।পদ পদবীর বিষয়ে বলেন আজকের সভা উপস্থিত সকলের সিদ্ধান্ত অনুযায়ী উল্লেখ্য ব্যাক্তিগন এই সংগঠন পরিচালনা কমিটির দ্বায়িত্ব পালন করবেন।
১/ সভাপতি জনাব, শহিদুল ইসলাম বাবু।২/ সহ-সভাপতি (১) জনাব, মজিবুর রহমান ভূঁইয়া।৩/ সহ-সভাপতি (২) জনাব, এস এম নওরোজ হীরা। ৪/ সহ-সভাপতি (৩) জনাব, সৈয়দা সাজ্জাদা রহমান জলি।৫/ সাধারণ সম্পাদক জনাব, নূরুল হক।৬/ যুগ্ম-সাধারন সম্পাদক (১) জনাব, ইঞ্জিঃ- আল-আমিন মোল্যা।৭/ যুগ্ম-সাধারণ সম্পাদক (২) জনাব, শামিম প্রধান।৮/ সাংগঠনিক সম্পাদক (১) জনাব, আব্দুর রহিম।৯/ সাংগঠনিক সম্পাদক (২) জনাব, আজিবর।১০/ কোষাধ্যক্ষ জনাব, মাসুদ রানা সুমন।১১/ শিক্ষা সাহিত্য ও মানব সম্পাদ বিষয়ক সম্পাদক জনাব, নন্দন বিশ্বাস।১২/ আইন তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জনাব, সিরাজুল ইসলাম।
১৩/ দপ্তর সম্পাদক জনাব, ওয়ালিদ মিয়া।১৪/ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জনাব, শাহিন আলম।১৫/ ধর্ম বিষয়ক সম্পাদক জনাব, মেহেদী হাসান।১৬/ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব, বাহাউদ্দিন মিয়াজি বাহার।
১৭/ মহিলা বিষয়ক সাংবাদিকা জনাব, ছালমা বেগম।
১৮/ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মোস্তাফিজুর রহমান।১৯/ কার্যনির্বাহী সদস্য জনাব, মেহেদী হাসান রিপন।২০/ কার্যনির্বাহী সদস্য জনাব, আলাউদ্দিন।
২১/ কার্যনির্বাহী সদস্য জনাব, মিজানুর রহমান রাজা।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার