হবিগঞ্জে গোয়েন্দা পুলিশের অভিযানে ১২ বোতল বিদেশি WHISKY সহ আটক ২ - বিডিসি ক্রাইম বার্তা
ArabicBengaliEnglishHindi

BD IT HOST

হবিগঞ্জে গোয়েন্দা পুলিশের অভিযানে ১২ বোতল বিদেশি WHISKY সহ আটক ২


bdccrimebarta প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২২, ১:৩১ অপরাহ্ন / ৪৭
হবিগঞ্জে গোয়েন্দা পুলিশের অভিযানে ১২ বোতল বিদেশি WHISKY সহ আটক ২

মোঃ সোহাগ মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ- অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা কালে ১৭/০৯/২০২২ খ্রি. তারিখ সন্ধ্যা ১৯:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে।

হবিগঞ্জ সদর থানাধীন হবিগঞ্জ পৌরসভার অর্ন্তগত ০২ নং পুল সাকিনস্থ হবিগঞ্জ টু শায়েস্তাগঞ্জ রোডের পাশে খাজা হোটেলের সামনের পাকা রাস্তার উপর হতে আসামী ১) জমির আলী (৪২), পিতা- মৃত নছির উল্ল্যা, সাং- সাগর দিঘীর দক্ষিনপাড়, থানা- বানিয়াচং, হবিগঞ্জ, ২) নিউটন ভট্টাচার্য্য (৩২), পিতা-অমিয় ভট্টাচার্য্য, সাং- রাড়িশাইল, থানা-লাখাই, হবিগঞ্জদ্বয় কে ১২ (বার) বোতল বিদেশি WHISKY (যার মূল্য অনুমান- ৭২,০০০/- টাকা) সহ আটক করা হয়।#

bdccrimebarta