ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্র হাইতিতে সপ্তাহজুরে ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা, এবং ভূমিধসের ঘটনায় অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৮৫ জন। এ ছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে হাজার হাজার বাড়ি প্লাবিত হওয়ায় কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে দেশটির নাগরিক সুরক্ষা সংস্থা।
মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির নাগরিক সুরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে বলে খবর প্রকাশ করে মার্কিন বার্তা সংস্থা সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, হাইতির ১০টি বিভাগের মধ্যে পাঁচটিতে কমপক্ষে ১১ জনকে নিখোঁজ ঘোষণা করা হয়েছে এবং ১৩৩০০ জনেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে। ক্রমাগত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় মৃতের সংখ্যাও বৃদ্ধির আশঙ্কা কর্তৃপক্ষের।
হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি এক টুইটে জানান, হাইতির সরকার, জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থাগুলির সাথে একত্রিত হয়ে জরুরি পদক্ষেপ নিচ্ছে।
এছাড়া এক টুইট বার্তায় ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম জানায়, আমরা আগামী কয়েক ঘণ্টার মধ্যে বাস্তুচ্যুত লোকদের জন্য গরম খাবার সরবরাহ করা শুরু করব এবং খাওয়ার জন্য প্রস্তুত রেশন এবং শুকনো খাবার সংগ্রহ করছি।
জাতিসংঘের মানবিক বিষয়ক কার্যালয় সোমবার সতর্ক করে বলেছে, আগামী দিনগুলোতে আরও বৃষ্টি হলে বন্যা আরও প্রবল হতে পারে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার