বিডিসি ক্রাইম বার্তা ডেস্কঃ- বরতম সময়ের জনপ্রিয় জাতীয় পুরস্কার প্রাপ্ত সংগীত শিল্পী ফারদিন। কাজ করছেন সরকারের বিভিন্ন প্রজেক্ট এর দায়িত্বভার নিয়ে। পাশে আছেন, সমাজের অবিহেলিত মানুষ গুলির পাশে। এরই ধারাবাহিকতায়, গত ৩১ আগস্ট (বুধবার) অগ্নিকাণ্ডে পুরান ঢাকার হাজারীবাগের বস্তিতে ক্ষতি গ্রস্ত মানুষ এর পাশে দাঁড়িয়েছেন শিল্পি ফারদিন।
শিল্পী ফারদিন বলেন, আমার জম্ম বেড়ে উঠা হাজারীবাগে আমার বাবা ছিলেন, একজন রাজনৈতিক ব্যাক্তি, আজকে যারা হাজারীবাগের প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতা, অনেকে বাবার হাত ধরেই রাজনীতি তে এসেছেন। আমি আমার বাবার আদর্শ তে রাজনীতির মাঠে রয়েছি। আমি যত টুকু পারছি পাশেই আছি জনগনের। ত্রান মন্ত্রণালয়ে কথা হইছে। ইনশাআল্লাহ তারাও পাশে থাকার কথা বলেছেন। ইতিমধ্যে ফারদিন ২৫০ কেজি চাল, ১০০ কেজি আটা, ৫০০ বিস্কুট, ৭০০ পানি ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত মানুষ গুলিকে দেওয়ার ব্যাবস্থা করেছেন।#
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার