অনলাইন ডেস্কঃ- চলমান সংকটের মধ্যে অন্তত ১২ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে ফেসবুক। সম্প্রতি বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। শুক্রবার (৭ অক্টোবর) ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এই মুহূর্তে বড় সংকটের মুখে আছে ফেসবুক। ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে গত ১৮ বছরে এবারই প্রথম এত বড় সংকটে পড়েছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠানটি। সেই সংকট কাটাতেই অন্তত ১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিতে যাচ্ছে ফেসবুক।
এদিকে সম্প্রতি সম্প্রতি কর্মীদের সঙ্গে এক অফিশিয়াল প্রশ্নোত্তর পর্বে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছিলেন, ফেসবুকের অভ্যন্তরীণ পর্যালোচনা প্রক্রিয়ায় সবার সহযোগিতা প্রয়োজন। এ কারণে পুরো কোম্পানি থেকে মোট কর্মীর ১৫ শতাংশ (১২ হাজার) ছাঁটাই করার জন্য নির্বাচন করা উচিত।#
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার