বনি আমিন (কেরানীগঞ্জ) প্রতিনিধিঃ আনুমানিক ০৪ লক্ষ ২৩ হাজার টাকা মূল্যমানের ১৪১ বোতল ফেনসিডিল সহ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা হতে ১ জন মাদক ব্যবসায়ী'কে গ্রেফতার করেছে র্যাব-১০। গতকাল ২৪ নভেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ র্যাব- ১০, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী দেশের পশ্চিমাঞ্চল হতে বিপুল পরিমান মাদক দ্রব্যের চালান নিয়ে বাসে করে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে।
উক্ত সংবাদ প্রাপ্তির পর র্যাব-১০ এর আভিযানিক দলটি তাৎক্ষনিক ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ধলেশ্বরী প্লাজা এলাকায় অবস্থান করে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এবং সন্দেহ জনক গাড়ী তল্লাশী করতে থাকে।
তল্লাশীর একপর্যায়ে একই তারিখ সকাল আনুমানিক ১২:৩০ ঘটিকায় যশোর থেকে ঢাকাগামী নড়াইল এক্সপ্রেস নামে বাসে চেক করার সময় একজন মহিলা যাত্রীর অবস্থান সন্দেহ জনক হলে নারী র্যাব সদস্য কর্তৃক তল্লাশী কালে ২টি ব্যাগের ভিতরে রক্ষিত আনুমানিক ৪,২৩,০০০/- (চার লক্ষ তেইশ হাজার) টাকা মূল্যমানের ১৪১ (একশত একচল্লিশ) বোতল ফেন্সিডিল সহ একজন মহিলা আসামী'কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী হলেন, মোসাঃ ময়না বেগম @ মিনু (৪০), পিতাঃ- মৃত শেখ মতিয়ার রহমান, সাং- খোড়কী, থানাঃ- কোতয়ালী, জেলাঃ যশোর বলে জানা যায়। জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় ফেনসিডিল সহ অন্যান্য মাদক দ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকা সহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার