যশোর জেলা প্রতিনিধিঃ যশোর ও চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে ২৩০ বোতল ফেন্সিডিল সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬ এর অভিযানিক দল। ১৪ জুন ২০২৩ ইং বুধবার সকাল ০৬.১৫ ঘটিকায় র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে, চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন ০৫ নং পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের জিরাট সাকিনস্থ জনৈক ইনতাজ মালিধার, পিতাঃ- মৃতঃ গোরাচাঁদ মালিধার, সাং- জিরাট, থানাঃ- দর্শনা, জেলাঃ- চুয়াডাঙ্গা এর আম বাগানে অভিযান পরিচালনা করে।
আসামী হলো, ১। মোঃ ফরিদ হোসেন (৪১), পিতাঃ- মৃতঃ বাসের আলী, মাতাঃ- মৃতঃ মিনারা খাতুন, সাং- সুলতান পুর, থানাঃ- দর্শনা, জেলাঃ- চুয়াডাঙ্গা কে গ্রেফতার ও তার হেফাজত হইতে ০১ (এক) টি প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত ২৩০ (দুই শত ত্রিশ) বোতল ভারতীয় তৈরী ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ধৃত আসামী স্বীকার করে যে, উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিজ হেফাজতে রেখে দীর্ঘ দিন যাবৎ ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছিলো। সর্বমোট ২৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামী চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানায় হস্তান্তর করতঃ ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনী ক্রমিক ১৪ (গ) ধারায় মামলা রুজু হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার