প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৫:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২৪, ৮:২৯ এ.এম
৬০ কোটি টাকার কথিত কোবরা সাপের বিষসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব-১০
বনি আমিন, কেরানীগঞ্জ থেকেঃ ঢাকার হাতিরঝিল এলাকায় গত ২৩ এপ্রিল ২০২৪ ইং তারিখ রাত ২৩:৫০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে পরিচালনা করে চারজন আন্তর্জাতিক প্রতারক চক্র ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী'কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত৷ আসামিরা হলেন, ১। মোঃ এনামুল হক (৫৪), পিতাঃ- মমিনুল হক, সাং- বিজবাগ, থানাঃ- সেনবাগ, জেলাঃ- নোয়াখালী, ২। মোঃ সফিকুল ইসলাম (৫৪), পিতাঃ- মোঃ আক্কাস আলী বিশ্বাস @ আব্বাস আলী, সাং- চর চৌগাছি, থানাঃ- শ্রীপুর, জেলাঃ- মাগুরা, ৩। মোঃ এরশাদ আলী (৩৬), পিতাঃ- আক্কাস আলী, স্থায়ী সাং- তেলিখালি, থানাঃ- ভান্ডারিয়া, জেলাঃ- পিরোজপুর ও ৪। সৈয়্যদ মোহাম্মদ ইব্রাহীম খলিলুল্লাহ (৩৪), পিতাঃ- সৈয়দ মোঃ ইউসুফ, সাং- উত্তর মাদার্শা, থানাঃ-হাটহাজারী, জেলাঃ- চট্টগ্রাম বলে জানা যায়।
চক্রটি ক্রেতাদের'কে বলে যে, তাদের কাছে একটি বিদেশী পিস্তল আছে, যা দিয়ে সাপের বিষের কৌটায় ফায়ার করলে কৌটাটি ফাটবে না। আর বিষ নকল হলে কৌটাটি ফেটে যাবে। তারা আরও বলে অরিজিনাল বিষ স্বচ্ছ কাঁচের জারে রাখার পর এর ওপর লেজার লাইট ধরলে একপাশ থেকে অন্য পাশে যাবে না। এছাড়াও তারা ক্রেতাদের'কে তাদের কাছে থাকা বিভিন্ন বই, এ্যালবাম ও সিডি দেখায়।যে গুলোতে বিষ কোথা থেকে নেওয়া হয়েছে এবং কিভাবে ব্যবহার করতে হবে সে সব লেখা থাকে। তারা এগুলো'কে মূল্যবান সাপের বিষ বলে গোপনে প্রচারণা চালায়।র্যাব- ১০ কথিত সাপের বিষগুলো উদ্ধার করতঃ র্যাব সদর দপ্তর ফরেনসিক বিশেষজ্ঞের মাধ্যমে পরীক্ষা করে প্রাথমিক ভাবে নিশ্চিত হয় যে, উক্ত কাঁচের বোতলে রক্ষিত সাপের বিষগুলো নকল যাতে সাপের বিষের কোন বৈশিষ্ট্য নেই।
জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, গ্রেফতারকৃত আসামি'রা সংঘবদ্ধ ভাবে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হইতে কথিত নকল সাপের বিষ সংগ্রহ করে হাতিরঝিল সহ রাজধানীর বিভিন্ন এলাকার জনসাধারনের নিকট প্রতারণা মূলক ভাবে বিক্রয় করে অর্থ আত্মসাৎ করে আসছে।এ ছাড়াও তারা রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় তাদের সুবিধা মত স্থানে বিভিন্ন লোকজনদের অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজী, ছিনতাই সহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার