শরিফুল ইসলাম, (পাবনা) থেকেঃ পাবনার আমিনপুর থানা এলাকার জাতসাখীনি ইউনিয়নের অন্তর্গত ৮ নং ওয়ার্ডের ধলাইপাড়া গ্রামে গতকাল ৮ই ডিসেম্বর রবিবার বিকেলে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ করে আব্দুর রশিদ ওরফে ধলাই। পরে এ বিষয়টি জানাজানি হলে এলাকা বাসী ধর্ষক আব্দুর রশিদ ওরফে ধলাইকে আটক করে থানা পুলিশ'কে খবর দেয়।
খবর পেয়ে আমিনপুর থানা পুলিশ দ্রুত ধলাইকে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে আসে।
এ বিষয়ে ধর্ষিতা ৬ বছরের ঐ শিশুর কাছে জানতে চাইলে শিশু বলে আমি বাড়ির পাশে খেলছিলাম হঠাৎ ধলাই এসে আমাকে ডেকে তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। আমাকে ২০ টাকা দিয়ে বলে এটা নিয়ে চকলেট কিনে খাও, আর তোমার সাথে যা হয়েছে তা কাউকে বলবা না। কিন্তু ধর্ষিতা ঐ শিশুটির গোপনাঙ্গে তীব্র ব্যথা অনুভব করলে বিষয়টি তার মাকে বিস্তারিত সব খুলে বলে। পরক্ষণেই এ বিষয়টি এলাকার মধ্যে ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঔ ধর্ষককে ধরে আমিনপুর থানা পুলিশের হাতে হস্তান্তর করে।
উক্ত শিশু ধর্ষণের ঘটনার বিষয়ে আমিনপুর থানার পুলিশ পরিদর্শক সৈয়দ আলমগীর হোসেন বলেন শিশুটির মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দ্বয়ের করেছে, ধর্ষক আব্দুর রশিদ ওরফে ধলাইকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার