• শুক্রবার, ১৩ জুন ২০২৫, ১২:১৪ অপরাহ্ন

জুমার নামাজের লাইনে দাঁড়ানো নিয়ে বাগবিতণ্ডা নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি / ১০৬ পাঠক ভিউ
আপডেট সময় : শনিবার, ৬ মে, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জুমার নামাজের লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে বাগবিতণ্ডার পর কিল-ঘুষিতে সিজল মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৫ মে) উপজেলার পৌর এলাকার আলমনগরে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত মমতাজ মিয়ার ছেলে।

নবীনগর থানার ওসি মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার জানান, নবীনগর উপজেলার আলমনগরের শাহ আলমের সঙ্গে একই এলাকার সিজল মিয়ার বিরোধ ছিল। আজ জুমার নামাজের সময় লাইনে দাঁড়ানো নিয়ে তাদের বাগবিতণ্ডা হয়। নামাজ শেষে দুইপক্ষের মধ্যে হাতাহাতি ও কিল-ঘুষির ঘটনা ঘটে। এতে সিজল মিয়া আহত হন।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত। নিহতের লাশ ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর এ বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...