নিজস্ব প্রতিবেদকঃ – মুন্সীগঞ্জ জেলা পুলিশের কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষ্যে অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ, রক্তে কেনা বাংলাদেশ; মুক্তিযুদ্ধে পুলিশ ছিলো অগ্রভাগে, আগামীতেও সামনে রবে” – এই স্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস্ শহিদ কনস্টেবল বোরহান উদ্দিন খান মিলানায়তনে জেলার সকল অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যগণের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আসলাম খান মহোদয়, জেলা পুলিশ সুপার, মুন্সীগঞ্জ।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনার শুরুতেই যাঁর আহবানে সাড়া দিয়ে বাঙালি জাতি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো সেই মহামানব হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহিদদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
স্বাধীনতা যুদ্ধে রাজারবাগে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে পুলিশ বাহিনী। যে সকল পুলিশ সদস্য স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো তাঁদের জন্য আজ বাংলাদেশ পুলিশ গর্বিত। সেই সকল বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যগণের পরিবারবর্গের পাশে থাকবে মুন্সীগঞ্জ জেলা পুলিশ এই প্রতিশ্রুতি বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ পুলিশের সাবেক স্পেশাল ব্রাঞ্চের রাজনৈতিক পলিটিক্যাল নেতা অতিরিক্ত আইজিপি জনাব মাহবুব হোসেন।
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. আবু জাফর রিপন, বিপিএএ, জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ মহোদয়, অন্যান্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আনোয়ারুল হক, পুলিশ সুপার, পিবিআই, মুন্সীগঞ্জ মহোদয়, জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, বিশেষ পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়, জনাব ডা. মো. মঞ্জুরুল ইসলাম, সিভিল সার্জন, মুন্সীগঞ্জ মহোদয়, জনাব মোহাম্মদ বদিউজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মহোদয়।
সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব ইয়াসিনা ফেরদৌস মহোদয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যগণ ও শহিদ বীর মুক্তিযোদ্ধাগণের পরিবারবর্গ।