• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৪৮ পূর্বাহ্ন

অবৈধ ভাবে বালু উত্তোলন ৫০ হাজার টাকা অর্থদণ্ড

সংবাদদাতা / ১২৩ পাঠক ভিউ
আপডেট সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২

হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ- হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধভাবে বালু তোলার অপরাধে অভিযুক্ত এক ব্যাক্তি কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন চুনারুঘাট উপজেলা প্রশাসন। বাহুবল উপজেলার খিলবামৈ গ্রামের ছিদ্দিক আলীর ছেলে মোঃ ইদ্রিস আলী (২৪) কে অর্থদন্ড প্রদান করা হয়।

সোমবার (০৩ অক্টোবর ২২) ইং চুনারুঘাট উপজেলা প্রশাসনের এক প্রেস বার্তায় জানান অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যাক্তি কে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন চুনারুঘাট উপজেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, রোববার বিকেলে চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিয়া আমীন পাপ্পার নেতৃত্বে অভিযান পরিচালনা করে চুনারুঘাট সদর উপজেলার হাসারগাঁও গ্রামে খোয়াই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় মো. ইদ্রিছ আলীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় চুনারুঘাট থানার এসআই সদরুল আমীনসহ একদল পুলিশ এ অভিযানে সহায়তা করে। অর্থদণ্ডের বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রশাসন এক প্রেস বিজ্ঞপ্তিত প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বালু ও মাটি ব্যবস্থাপনা আইন যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...