মাদারীপুর প্রতিনিধিঃ- মাদারীপুরের ডাসার উপজেলায় আজ ৬ অক্টোবর সকালে উপজেলা কার্যালয়ে আয়োজন করা হয় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস এর আলোচনা সভা। উপজেলা প্রশাসনের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার জনাব সারমীন ইয়াছমীন।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব হাসানুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বদিউজ্জামান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ডাসার উপজেলার ৫ ইউনিয়নের চেয়ারম্যান বিবিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক সহ ইউপি সচিববৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্যতে ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব হাসানুজ্জামান বলেন প্রত্যেক ইউনিয়ন উদ্যেক্তা তার অফিসের সামনে জন্ম ও মৃত্যু নিবন্ধনের নিয়মাবলি ও ফি সংক্রান্ত সকল তথ্য নোটিশ আকারে প্রদর্শন করে রাখবে এই সংক্রান্ত কোন অনিয়ম হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
উপজেলা নির্বাহী অফিসার জনাব সারমীন ইয়াছমীন বলেন ইউনিয়ন উদ্যোগক্তারা কোন প্রকারেই অতিরিক্ত ফি আদায় করতে পারবেন না এবং সততার সাথে সবাইকে কাজ করতে হবে। এর সাথে তিনি আরো বলেন কালকিনি উপজেলা থেকে সকল কার্যক্রম কিছু দিনের মধ্যেই নবগঠিত ডাসার উপজেলায় চলে আসবে।
তিনি ইউনিয়ন চেয়ারম্যানদের উদ্দেশ্য বলেন ৪৫ দিনের মধ্যেই একটি শিশুর জন্ম নিবন্ধন ও মৃত ব্যক্তির মৃত্যু সনদ তৈরির জন্য প্রচার করতে। সর্বশেষে বলা হয় নির্ভূল জন্ম- মৃত্যু নিবন্ধন করব শুদ্ধ তথ্যভান্ডার গড়ব এই শ্লোগান কে সামনে রেখে সভা সমাপ্তি ঘোষনা করা হয়।