• শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
সংসদ অধিবেশন চলবে ৯ মে পর্যন্ত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহযোগিতা করবে থাইল্যান্ড : প্রধানমন্ত্রী নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর বাবু ও তার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ- বিচার পেতে পুলিশ সদরদপ্তরে অভিযোগ ভুক্তভোগী নারীর মৃত্যু সনদ জাল করার অভিযোগে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মামলা সাগরে ডুবে নিহত আট বাংলাদেশির মরদেহ ফিরছে আজ হবিগঞ্জের মাধবপুরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৫ কেরানীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার নির্বাচন অনুষ্ঠিত আইসিটি মামলা থেকে জামিন পেলেন আলোচিত ৫ সাংবাদিক বেনাপোলে বাস চাপায় সাইকেল আরোহী নিহত ঐতিহ্যবাহী বালিয়া মাদ্রাসার মুহতামিমের ভাবমূতি নষ্টের পায়তারা

অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা ‘নব্য সাধু’ রতন

Reporter Name / ৯৯ Time View
Update : বুধবার, ১২ অক্টোবর, ২০২২

নিউজ ডেস্কঃ সিলেটের গোলাপগঞ্জে চাকরির প্রলোভনসহ বিভিন্ন অজুহাতে প্রতারণা করে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়ে সপরিবারে গা-ঢাকা দিয়েছেন রতন মনি দাশ (৩৫) নামের এক নব্য সাধু। তিনি উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের রঞ্জিত দাশের ছেলে। এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরীও করেছেন এক ব্যবসায়ী।

কোর্টের মুহরি প্রতারক রতনের প্রতিবেশী নিতাই দাশের অভিযোগ, চাকুরীর প্রলোভন দেখিয়ে বোনের দেড় লাখ টাকা এবং আমার ৭০ হাজার টাকা হাতিয়ে নেন রতন। কিছুদিন ধরে তার মোবাইল বন্ধ পেয়ে খোঁজ নিয়ে জানতে পারি শুধু আমার নয়, তার আপন চাচাতো ভাই-বোন, ফুফাতো ভাই-বোন এবং গ্রামের একাধিক বন্ধু, পরিচিত লোকদের লোভনীয় চাকরির অফার দিয়ে নগদ কয়েক লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছেন রতন।

এলাকার প্রতারণার স্বীকার লোকজন জানান, প্রতারক রতন দাশ এনজিও প্রতিষ্ঠানে চাকরি করতেন। পাশাপাশি মালা, তিলক পরে টিকি ধরে একজন নব্য সাধু হিসাবে এলাকায় পরিচিত হয়ে উঠেন। এই সুবাদে অনেকের সঙ্গে তার পরিচয় গড়ে উঠে। রতন এই পরিচয়কে পুঁজি করে বিভিন্ন শিক্ষিত বেকার যুবকদের চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেন। তার প্রতারণা থেকে বাদ যায়নি তার নিকটাত্মীয় স্বজনসহ প্রতিবেশীরাও।

গোলাপগঞ্জ বাজারের সিঙ্গার প্লাস শো রুম থেকে প্রায় ৭০টি ল্যাপটপ নিয়ে দুই সপ্তাহ ধরে তিনি লাপাত্তা। বর্তমানে তার ব্যবহৃত মোবাইল ফোন রয়েছে বন্ধ। এদিকে রতনের স্বজনদের দাবি, রতন মনি সম্প্রতি ট্রেনিংয়ের কথা বলে ঢাকায় গেছেন। তার সঙ্গে তার স্ত্রী সন্তানদেরও নিয়ে গেছেন। স্বজনদের সঙ্গেও কোনো যোগাযোগ নেই। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, রতনের বিরুদ্ধে আত্মসাৎ, প্রতারণার অনেক অভিযোগ রয়েছে। সপরিবারে গা ঢাকা দেয়ায় এসব অভিযোগ রহস্যের সৃষ্টি করেছে। পুলিশ অভিযোগ তদন্তের পাশাপাশি রতন ও তার পরিবারের সন্ধানে রয়েছে।#

Please Share This Post In Your Social Media


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category