কক্সবাজার প্রতিনিধিঃ- র্যাব- ১৫ কক্সবাজার এর ব্যাটালিয়ন সদর এর আভিযানিক দল ১২/১০/২০২২ ইং তারিখ রোজ শনিবার অনুমানিক ১৫.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার রামু থানাধীন ৬ নং জোয়ারিয়ানালা ইউনিয়নের ২ নং ওয়ার্ড উত্তর মিঠাছড়ি হাসপাতালপাড়াস্থ মেসার্স প্রান্তিক ফিলিং ষ্টেশনের সামনে এক অভিযান পরিচালনা করে। অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির সাথে থাকা ট্রলি ও স্কুল ব্যাগ তল্লাশী করে তার নিকট হতে সর্বমোট ১৬ (ষোল) কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির নাম মোঃ জকির আহাম্মদ (৩২), পিতাঃ তোফায়েল আহাম্মদ, মাতাঃ গোহারজান, সাং- কুতুপালং, ক্যাম্প- ০২ (পূর্ব), ব্লক- সি- ৯, হেড মাঝি জাফর, ইউপি- রাজাপালং, থানাঃ উখিয়া, জেলাঃ কক্সবাজার জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি উপরোক্ত নাম, ঠিকানা প্রকাশ করে এবং বর্ণিত ধৃত ব্যক্তি উক্ত আলামত গাঁজা সমূহ কুমিল্লার সীমান্তবর্তী স্থান থেকে সংগ্রহ করে কক্সবাজারে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছিল। কিন্তু আজ উপরোল্লিখিত গাঁজাসহ র্যাব- ১৫ এর আভিযানিক দলের কছে ধৃত হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার রামু থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।#