• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরা এক পরিবার, কেউ কারো শত্রু হবো না: প্রধান উপদেষ্টা সীমান্তের বিএনপি নেতা সাবেক ইউপি সদস্যের ভাতিজা ইয়াবাসহ আটক আওয়ামীপন্থী পুলিশ কর্মকর্তাদের নামের তালিকায় ময়মনসিংহের ওসি সফিকুল ইসলাম ভাড়া বাড়িতে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ, মৃত্যু নিয়ে ধোঁয়াশা যুবদল নেতা হত্যা মামলায় পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী কারাগারে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর: সম্ভাব্যতা যাচাইয়ে হচ্ছে কমিটি, আন্দোলন স্থগিত গাজায় ইসরায়েলি হামলায় আরো অর্ধশত ফিলিস্তিনি নিহত সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ৮ দিনের রিমান্ডে টাঙ্গাইলে বাস-পিকআপভ্যান সংঘর্ষে চারজন নিহত

বিশ্বকাপের মাঠ পরিচিতি, আল থুমামা স্টেডিয়াম

সংবাদদাতা / ১২৯ পাঠক ভিউ
আপডেট সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

অনলাইন ডেস্কঃ- আর মাত্র ৫ দিন বাকি, অতঃপর বেজে উঠবে দামামা, শুরু হবে লড়াই। মরুর দেশ কাতারে শুরু হবে ৩২ দেশের ফুটবল মহারণ। ৮ টি রণাঙ্গনে হবে এই লড়াই। বিশ্বকাপের আগে শেষ ৮ দিনে জেনে নেব সেই আটটি রণাঙ্গনের সম্পর্কে। যেখানে আজ থাকছে ‘আল থুমামা স্টেডিয়াম।’কাতারের রাজধানী দোহা থেকে ১২ কিলোমিটার দক্ষিণে আল থুমামা শহরেই অবস্থান এই স্টেডিয়ামটির। শহরের নামের সাথে মিল রেখে একে আল থুমামা স্টেডিয়াম নামেই ডাকা হয়। বিশ্বকাপ উপলক্ষে কাতার যে ৮ টি স্টেডিয়াম নির্মাণ করেছে তারমধ্যে অন্যতম সৌন্দর্যমণ্ডিত স্টেডিয়াম এটি। আরব অঞ্চলের মুসলমানদের সংস্কৃতি এবং কাতারের ঐতিহ্যের মিশেলে নির্মাণ করা হয়েছে এই স্টেডিয়ামটি। দূর থেকে পাখির চোখে দেখলে মনে হবে বোধহয় কোনো টুপি পড়ে আছে মাটিতে। আসলে এটি মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী সাদা রংয়ের টুপি ‘গাহফিয়া’র আদলে তৈরি। গাহফিয়া মধ্যপ্রাচ্যের একটি জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী টুপি। এই টুপি পরিধানের মধ্যে দিয়েই সেই অঞ্চলের তরুণ এবং যুবকদের আত্মসম্মান এবং মর্যাদা বৃদ্ধি পায়। পুরো স্টেডিয়াম এলাকাজুড়ে অজস্র গাছ রোপণ করায় স্টেডিয়ামটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে আরো কয়েকগুণ। পুরো স্টেডিয়াম এলাকাজুড়ে ৫০ হাজার বর্গমিটারের বিশাল সবুজ পার্ক দর্শকদের এক আলাদা জগতে নিয়ে যাবে। এছাড়া স্টেডিয়ামটি নির্মাণেও সব পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করা হয়েছে। টেকসই এবং পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করায় স্টেডিয়ামটিকে গ্লোবাল সাসটেইনেবিলিটি অ্যাসেসমেন্ট থেকে ফোর স্টার সার্টিফিকেশন প্রদান করা হয়েছে।ন৪০ হাজার দর্শক ধারণক্ষমতা বিশিষ্ট এই স্টেডিয়ামটি নির্মাণের কাজ শুরু করা হয় ২০১৭ সালে। আর ২০২১ সালের ২২ অক্টোবর আল সাদ বনাম আল রায়ানের মধ্যকার আমির কাপের ফাইনাল দিয়ে স্টেডিয়ামটি উদ্বোধন করা হয়। এছাড়া ২০২১ সালের আরব কাপের ৬ টি ম্যাচ অনুষ্ঠিত হয় এই স্টেডিয়ামটিতে। বিশ্বকাপ শেষে বাকি স্টেডিয়ামগুলোর মতো এটারও ধারণক্ষমতা কমিয়ে ২০ হাজারে নামিয়ে আনা হবে। সেই স্থানে নির্মাণ করা হবে বুটিক হোটেল, স্পোর্টস ক্লিনিকসহ প্রয়োজনীয় সব স্থাপনা। আর বাকি আসনগুলো দান করা হবে স্বল্পোন্নত এবং অনুন্নত দেশ গুলোর ক্রীড়াঙ্গনের অবকাঠামোগত উন্নয়নে। হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের খুব কাছেই আল থুমামা স্টেডিয়ামটির অবস্থান। তাই দর্শকরা খুব সহজেই স্টেডিয়ামে যাতায়াত করতে পারবেন। এছাড়া ম্যাচ চলাকালীন দোহা মেট্রো স্টেশন এবং শহরের বিভিন্ন পয়েন্ট থেকে ফিফার এসি বাস সার্ভিস চলাচল করবে যাতে দর্শকেরা খুব সহজেই প্রিয় দলের ম্যাচ উপভোগের জন্য স্টেডিয়ামটিতে আসতে পারেন। কোয়ার্টার ফাইনালের একটি ম্যাচসহ বিশ্বকাপের মোট ৮ টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামটিতে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...