• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৫১ পূর্বাহ্ন

চলতি মাসের প্রথম সপ্তাহে ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি

সংবাদদাতা / ১৫৪ পাঠক ভিউ
আপডেট সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২

বিডিসি ক্রাইম বার্তা ডেস্কঃ- দেশে হু হু করে বাড়ছে ডেঞ্জ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। চলতি মাসের প্রথম সপ্তাহেই ৯ জনের প্রাণহানি হয়েছে। চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ জনে। শুক্রবার (৭ অক্টোবর) সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টার হিসাব দিয়ে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৯২ জন রোগী ভর্তি হন। বাকি ৪৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারাদেশে ২ হাজার ২৮২ জন ভে রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৭২৫ জন ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৫৫৭ জন চিকিৎসাধীন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (৭ অক্টোবর) পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ১৯ হাজার ৫২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ১৭৭ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ভর্তি রোগীর সংখ্যা ৪ হাজার ১৯৬ জন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...