• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:

ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু

সংবাদদাতা / ৮৪ পাঠক ভিউ
আপডেট সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩

 

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ (১৪ জুন)। ২৯ জুনকে ঈদের সম্ভাব্য তারিখ ধরে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে। যাত্রী ভোগান্তির কথা মাথায় রেখে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে।

বুধবার সকাল ৮টায় রেলওয়ের ই-টিকিটিং ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে এ টিকিট বিক্রি শুরু হয়। তবে এ ঈদে প্রথমবারের মতো অঞ্চলভেদে দুই শিফটে টিকিট বিক্রি করা হবে। একই সঙ্গে টিকিটপ্রত্যাশীদের সার্ভারে চাপ কমাতেই এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ জুনের টিকিট ১৪ জুন, ২৫ জুনের টিকিট ১৫ জুন, ২৬ জুনের টিকিট ১৬ জুন, ২৭ জুনের টিকিট ১৭ জুন এবং ২৮ জুনের টিকিট ১৮ জুন বিক্রি করা হবে। এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৯-৩০ জুন ও ১ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে।

এদিকে যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। রেলওয়ের সিদ্ধান্ত মতে, ২ শিফটে এ টিকিট বিক্রি হবে। প্রতিদিন সকাল ৮টায় বিক্রি শুরু হবে পশ্চিমাঞ্চলের টিকিট এবং দুপুর ১২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...