• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়: পুলিশ কর্মকর্তাদের আইজিপি নিজেকে রাষ্ট্রপতি দাবী করে সংবাদ সম্মেলন ফার্মগেটে মার্কেন্টাইল ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট সম্পদের হিসাব দিতে হবে রাজউক কর্মকর্তাদের গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু বাংলাদেশ চোখের সেবা সম্প্রসারণে অরবিসের সঙ্গে কাজ করতে আগ্রহী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবে ব্রিটেন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের বিভাগীয় সমাবেশ নিঃ স্বার্থ সমাজ কল্যাণ সংগঠনের নব নির্বাচিত কমিটির পরিচিতি ও মাদক বিরোধী সভা শেরপুরে হাসপাতালের সেই তত্ত্বাবধায়কের অপসারণ দাবীতে সাংবাদিকদের বিক্ষোভ

নেত্রকোনায় উৎসবমূখর পরিবেশে জন্মাষ্টমী পালিত

সংবাদদাতা / ১৩৫ পাঠক ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

সোহেল খান দূর্জয় নেত্রকোনা প্রতিনিধি : শুক্রবার (১৯ আগস্ট) নেত্রকোনার শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব আনন্দঘন ও ব্যাপক উৎসবমূখর পরিবেশে পালিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে শুভ জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে স্মরণকালের বৃহৎ বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় বর্ণিল সাজে প্রায় কয়েক হাজার মানুষের ঢল নামে। ফলে উৎসবের শহরে পরিনত হয় গোটা নেত্রকোনা।

শুক্রবার (১৯ আগষ্ট) সকালে স্থানীয় সংসদ সদস্য সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি শুভ জন্মাষ্টমী মহোৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরপর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নেত্রকোনা শাখার আয়োজনে জেলা শাখার সভাপতি এডভোকেট ব্যোমকেশ ভট্টাচার্যের সভাপতিত্বে ও সংগ্রামী সাধারন সম্পাদক রতন ভট্টাচার্যের পরিচালনায় শহরের নরসিংহ জিওর আখড়া মিলনায়তনে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রথমেই ধর্মীয় রীতি অনুযায়ী মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও ভগবত গীতা পাঠের মধ্য দিয়ে এ মহোৎসবের শুভ সূচনা ঘটে। এরপর শ্রী রতন ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস, জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবীবা রহমান খান শেফালী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নেত্রকোনা পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, সাবেক ক্রিয়া উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর খান মিঠু,বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল টাস্টি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ভজন সরকার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান ভিপি লিটন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান মানিক, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান, পৌর আওয়ামী লীগের সভাপতি অর্পিতা খানম সুমি, সাধারণ সম্পাদক টিটু দত্ত রায় প্রমূখ।

ধর্মীয় আলোচনা সভা শেষে নরসিংহ জিওর আখড়া প্রাঙ্গণ থেকে এডভোকেট ব্যোমকেশ ভট্টাচার্যের নেতৃত্বে স্মরণ কালের বৃহৎ বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সেখানে গিয়েই শেষ হয়। এসময় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শেষে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...