বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ-“নির্ভূল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভাণ্ডার গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ কনফারেন্স সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার এর সভাপতিত্বে আলোচনা সভা বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় ক্রমানুসারে উম্মে কুলসুম বানু, মেজবাউল ইসলাম মন্ডল,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার রায়, পলিপ্রয়াগপুর ইউপি চেয়ারম্যান রহমত আলী, কাটলা ইউপি চেয়ারম্যান ইউনুস আলী, খাঁনপুর ইউপি চেয়ারম্যান চিত্ত রঞ্জন পাহান, দিওড় ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, জোতবানি ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল, সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, আইসিটি সহকারী প্রোগ্রামার পাপিয়া নাসরিন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন করা নাগরিক অধিকার। আমরা চাই শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন নিশ্চিত করতে হবে। সঠিক তথ্যে দেশের উন্নয়ন সম্ভব। জন্ম ও মৃত্যু সঠিক তথ্য সরকারের কাছে থাকলে দেশের উন্নয়নে বাজেট সঠিক ভাবে বাস্তবায়নের সহায়তা করবে।
এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ,বিভিন্ন স্কুলের প্রধানগণ, সুধীজন, উপজেলার সাত ইউনিয়ন সচিবদ্বয় এবং উদ্যোক্তা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।#