উচ্চপ্রু মারমা, রাজস্থলী রাঙ্গামাটি থেকেঃ- রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নে মাথুইপ্রু প্রুহ্লাউ হেডম্যান স্মৃতি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। ২৯ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের শ্রেণী কক্ষে আয়োজিত মহিলা সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, সরকারের উন্নয়ন ও সাফল্য, ভিশন ২০৪১, মাদক, গুজব,অপপ্রচার, তথ্য অধিকার আইন,সাম্প্রদায়িক সম্প্রীতি, অপরাজনীতি, বাল্যবিবাহের কুফল প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়। তথ্য অফিস কাপ্তাই এর সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, সাবেক উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লংবতি ত্রিপুরা, সাংবাদিক আজগর আলী খান, হারাধন কর্মকারসহ এলাকার স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের মাঝে নবারুণ ও সচিত্র বাংলাদেশ পুস্তিকা বিতরণ করা হয়।#