• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:১৭ অপরাহ্ন

শরীয়তপুরের শৌলপাড়ায় বসতবাড়িতে আগুন লেগে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সংবাদদাতা / ৯৪ পাঠক ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৬ মে, ২০২৩

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়ায় আগুন লেগে তিনটি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা। গত রবিবার (২১ মে) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের খলিফা কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

শৌলপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার দুলাল মোল্লা জানান, আমার গ্রামের বা বাড়ি পাশের শাহজাহান বেপারী ও তার চাচাতো ভাই আবু কালামের বসতবাড়িতে রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে আগুন দেখা যায়। পরে আশপাশের লোকজন এসে আগুন নেভানো শুরু করে।

আগুনে শাহজাহানের দুইটি এবং তার চাচাতো ভাই আবু কালামের একটি ঘর এবং ঘরে থাকা মূল্যবান মালামালসহ সকল আসবাবপত্র পুড়ে যায়। পুড়ে যাওয়া বসতবাড়ির মালিকেরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে দুই পরিবারের প্রায় ৫ লাখ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।

শরীয়তপুর সদর উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আমজাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে যাওয়ার আগেই স্থানীয়রা চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রণে আনেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...