• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
সম্পদের হিসাব দিতে হবে রাজউক কর্মকর্তাদের গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু বাংলাদেশ চোখের সেবা সম্প্রসারণে অরবিসের সঙ্গে কাজ করতে আগ্রহী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবে ব্রিটেন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের বিভাগীয় সমাবেশ নিঃ স্বার্থ সমাজ কল্যাণ সংগঠনের নব নির্বাচিত কমিটির পরিচিতি ও মাদক বিরোধী সভা শেরপুরে হাসপাতালের সেই তত্ত্বাবধায়কের অপসারণ দাবীতে সাংবাদিকদের বিক্ষোভ বিচারের পর আ.লীগকে নির্বাচন করতে দেওয়া হবে : ড. ইউনূস আমরা এক পরিবার, কেউ কারো শত্রু হবো না: প্রধান উপদেষ্টা সীমান্তের বিএনপি নেতা সাবেক ইউপি সদস্যের ভাতিজা ইয়াবাসহ আটক

শাল্লায় পলাতক আসামি গ্রেফতার

সংবাদদাতা / ১৭১ পাঠক ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ- শাল্লা উপজেলার ৪ নং শাল্লা ইউনিয়নের চব্বিশা গ্রামের সফর আলীর ছেলে আব্দুল আউয়াল (৪০) এর উপর হামলাকারী একই পাড়ার পলাতক প্রধান আসামি গিয়াস উদ্দিন (৫০) কে দিরাই উপজেলার চকবাজার নামক স্থান হতে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন শাল্লা থানার এস আই আবুলকাশেম।

ঘটনার বিবরণে জানা যায় , বসত ভিটা নিয়ে গত ১৯ জুন গিয়াস উদ্দিন ও আব্দুল আউয়ালের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গিয়াস উদ্দিন সহ ১৩ জন আব্দুল আউয়ালের উপর দা লাঠি রড দিয়ে হামলা চালায়। এতে আব্দুল আউয়াল ও তার স্ত্রী রিপা আক্তার গুরুতর আহত হন এবং শাল্লা সদর হাসপাতালে চিকিৎসা নেন।

এবিষয়ে আব্দুল আউয়াল বাদী হয়ে গত ২২ জুলাই ১৩ জনকে আসামি করে শাল্লা থানায় মামলা দায়ের করেন।মামলার পর ৭ আসামি আদালত থেকে জামিনে রয়েছে এবং বাকি ৬ আসামি পলাতক ছিল তাদের মধ্যে ১ নং আসামি গিয়াস উদ্দিন কে গ্রেফতার করে আজ শুক্রবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

এবিষয়ে বাদী আব্দুল আউয়াল বলেন, আমার নামীয় বসত ভিটা জবরদখল করে রেখেছে বিবাদীগন। সালিশে আমার জায়গা ছেরে দিতে বলা হয়। কিন্তু বিবাদীগন ছাড়তে নারাজ। ঘটনার দিন আমি তাদের কে আমার জায়গা দখল মুক্ত করতে বলা হলে বিবাদীরা মিলিত হয় আমি সহ আমার পরিবারের উপর হামলা চালিয়ে রক্তাক্ত করে। এর প্রতিবাদ করলে আমার চাচাতো ভাই রুবেল আহমেদ দুলালের ঘরেও হামলা চালায় আসামিরা।

এবিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, পলাতক ১ নং আসামিকে বৃহস্পতিবার রাতে দিরাই উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে বাকী পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...