• রবিবার, ১১ মে ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন

আইন শৃঙ্খলা মিটিংয়ে মাদকসেবী ও চোলাইমদ নিয়ন্ত্রনে প্রশাসনের হুশিয়ারি

সংবাদদাতা / ১৫৫ পাঠক ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ- নওগাঁর ধামইরহাটে উপজেলা পরিষদের অক্টোবর মাসের মাসিক আইনশৃঙ্খা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে মিটিংয়ে বাল্যবিবাহ, গ্রাম আদালত ও আইন শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভায় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, ওসি মোজাম্মেল হক কাজী, নিকাহ রেজিষ্ট্রার কাজী মজিবর রহমান প্রমুখ।

আইনশৃঙ্খলা কমিটির সভায় ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক জানান, হঠাৎপাড়া, আদিবাসী পাড়া, পৌর সদরের দক্ষিন চকযদু, গ্রামের মাহালিপাড়াসহ আদিবাসী পল্লীগুলো যেন মাদকসেবীদের অভয়াশ্রম, ওসি মোজাম্মেল হক কাজী জানান, দিনরাত থানা পুলিশ মাঠে কাজ করছে, মাদক নিয়ন্ত্রনে, তবে পুলিশি তৎপরতায় মাদক ব্যবসায়ী কমে গেলে সেবনকারী দিন দিন বেড়ে যাওয়ার প্রবনতা লক্ষ্য করা যাচ্ছে, শুধূ আইন দিয়েই নয়, সামাজিক, পারিবারিক ও ধর্মীয় অনুশাসন প্রয়োগ করে তাদের স্বাভাবিক জীবন যাপনে ফিরিয়ে আনতে পুলিশ প্রশাসনের পাশাপাশি অভিভাবকদেরও ভূমিকা পালন করতে হবে।

ইউএনও আরিফুল ইসলাম বলেন, ‘কোন ভাবেই মাদক, বাল্য বিবাহের মত ঘটনায় ছাড় দেয়া হবে না, শিগগিরই চিরুনি অভিযান চালানো হবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...