• মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন

ইইউর ওপরও শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

সংবাদদাতা / ৫ পাঠক ভিউ
আপডেট সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

অনলাইন  ডেস্ক: এবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর শুল্ক আরোপের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কবে নাগাদ এ শুল্ক আরোপ করা হবে, তা না জানালেও খুব শিগগিরই এটি ঘটবে বলে জানিয়েছেন তিনি।সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক খুব শিগগিরই কার্যকর হবে।

ট্রাম্প বলেন, কারণ তারা (ইউরোপীয় ইউনিয়ন) সত্যিই আমাদের সুবিধা নিয়েছে। আমাদের ৩০০ বিলিয়ন ডলারেরও বেশি ঘাটতি রয়েছে। তারা আমাদের গাড়ি নেয় না, কৃষিপণ্য নেয় না। তারা প্রায় কিছুই নেয় না। কিন্তু আমরা তাদের কাছ থেকে সবকিছুই নিই- লাখ লাখ গাড়ি, প্রচুর পরিমাণে খাদ্য এবং কৃষি পণ্য।তিনি আরো বলেন, আমি কোনো সময়সীমা বলব না, তবে এটি (শুল্ক আরোপ) খুব শিগগিরই হতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের বৃহত্তম বাণিজ্য অংশীদের কানাডা, মেক্সিকো এবং চীনের ওপর ইতোমধ্যে শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। ৪ ফেব্রুয়ারি থেকেই কানাডা ও মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ ও চীনের পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ কার্যকর হবে বলে স্থানীয় সময় শনিবার ঘোষণা দেন ট্রাম্প।

আর এবার ইউরোপ নিয়েও একই বার্তা দিলেন তিনি। এদিকে, ট্রাম্পের হুঁশিয়ারির কড়া জবাব দিয়েছে ইইউ। তিন দেশের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্তের সমালোচনা করে ইইউ মুখপাত্র বলেছেন, ‘কানাডা, মেক্সিকো এবং চীনের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। যেকোনও শুল্ক অর্থনীতির অগ্রগতিকে অযথা ব্যাহত করে। মুদ্রাস্ফীতিকে ডেকে আনে। ইউরোপের পণ্যের ওপর অযথা শুল্ক আরোপ করলে আমরাও কঠোর পদক্ষেপ নেব। এখনও পর্যন্ত কোনও বাড়তি শুল্কের কথা আমরা শুনিনি। সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরো বলা হয়েছে, ট্রাম্পের নতুন শুল্ক নীতির বিষয়ে আলোচনা করতে সোমবার ইউরোপীয় ইউনিয়নের নেতারা একটি বৈঠকে বসবেন। সূত্র : বিবিসি ও দ্য গার্ডিয়ান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...