শ্রাবন মাহমুদঃ কক্সবাজার জেলার চকরিয়া থানার বিতর্কিত ওসি মনজুর কাদের ভুইঁয়ার বিরুদ্ধে মামলা হওয়ায় পর এবার থানা থেকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ঢাকাসহ সারা দেশ থেকে আগত সাংবাদিকরা। ১২ ফেব্রুয়ারী বুধবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাংবাদিকদের যে অভিযোগ তুলে ধরা হয়েছে তাদের মধ্যে সারা বাংলাদেশের জন্য সাংবাদিকদের মধ্যে একটি আলোচিত ঘটনা। কক্সবাজার সদর থানা থেকে সাংবাদিক মনছুর আলম মুন্না’কে তুলে নিয়ে গিয়ে চকরিয়া থানায় অমানুষিক নির্যাতন চালানো ও মিথ্যা মামলায় কারাগারে চালান দেয়ার দায়ে বর্তমান চকরিয়া থানার বিতর্কিত ওসি মনজুর কাদের ভুইঁয়া’সহ আঁট পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক মনছুর আলম মুন্না। পরে মামলাটি আমলে নিয়ে সিআইডি পুলিশ সুপারকে সরাসরি তদন্তের নির্দেশ দেন আদালত।
এরপর থেকেই সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ সোচ্চার হয়ে প্রতিবাদের ঝড় তুলেছেন। ওসি মনজুর কাদের ভুইঁয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে পুরো জেলা জুড়েই টনকনড়ে বস। এরপর থেকেই কোনঠাসা হয়ে পড়েছেন ওসি মনজুর কাদের ভুইঁয়া। ইতিমধ্যে ওসি মনজুর কাদের ভুইঁয়াসহ ৮ পুলিশের বিরুদ্ধে মামলা হওয়ায় পর থেকেই একই স্থানে অর্থাৎ (চকরিয়া থানায়) বহাল তবিয়তে রয়েছে এই মামলার আসামিরা। তবে তাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে না নিলে মামলার পুলিশ রিপোর্টে ব্যাঘাত ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন ভুক্তভোগী সাংবাদিক মনছুর মনছুর আলম মুন্না।
এবিষয়ে সংবাদ মাধ্যমে ওসি মনজুর কাদের ভুইঁয়ার বিরুদ্ধে একাধিক রিপোর্ট এবং আইজি ও ডিআইজি বরাবর অভিযোগ দিয়েও কোন প্রতিকার না পাওয়ায় ভুক্তভোগীসহ ঢাকাস্থ পেশাদার সাংবাদিকরা মিলে জাতীয় প্রেসক্লাবের সামনেই একটি মানববন্ধন করেছে।মানববন্ধনে সাংবাদিকদের উপস্থিতিতে সবাই তীব্র প্রতিবাদের পাশা পাশি ওসিসহ আঁট পুলিশকে চকরিয়া থানা থেকে সরিয়ে ডিআইজি রেঞ্জে সংযুক্ত করার দাবী জানিয়েছেন।
এদিকে ওসি মনজুর কাদের ভুইঁয়া’র বিরুদ্ধে একটি হত্যা মামলা এবং সাংবাদিক নির্যাতন আইনের মামলা হওয়ায় পরেও বহাল তবিয়তে থাকার কারণেও প্রশ্নবৃদ্ধ করেছে সাংবাদিকসহ সচেতন মহলের। সকাল ১০ টা থেকে দুই ঘন্টার মানববন্ধনে সাংবাদিক নেতারা উপস্থিত থেকে তার বিরুদ্ধে সোচ্চার বক্তব্য দেন। পাশাপাশি অনতিবিলম্বে ওসিকে প্রত্যাহার ও মামলার তদন্ত প্রতিবেদনের উপর নির্ভর করে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত সকল সাংবাদিকগণ ওসি মনজুর কাদের ভুইঁয়ার বিরুদ্ধে রুখে দাড়িয়ে প্রতিহত করতে বক্তব্য দেন।