• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৮ অপরাহ্ন

কুমিল্লায় ৬০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সংবাদদাতা / ১২৪ পাঠক ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৯ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:- কুমিল্লা কে মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত গড়ার অঙ্গীকার নিয়ে যোগদান করা জেলা পুলিশ সুপার (এসপি) আবদুল মান্নান বিপিএম (বার) এর নির্দেশে কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদের দিকে নির্দেশনায় বৃহস্পতিবার (৮ জুন) গোপন সংবাদের ভিত্তিতে।

এসআই শেখ মফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে নগরীর হাউজিং এস্টেট স্বপ্নের ছায়া প্লট নং ১১ ব্লক এম সেকশন-৪ এর উত্তর পাশে জনৈক মোজাম্মেল এর নির্মাণাধীন পরিত্যক্ত ছাদবিহীন বিল্ডিং এর ভিতর পশ্চিম পাশে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ সানি (২৪), মোঃ সাকিব (২৩), নুরে আলম ওরফে নুরা (৪০) দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ মোঃ সানি (২৪) ও মোঃ সাকিব (২৩) কে আটক করতে সক্ষম হয়। আটককৃত সানি ও মোঃ সাকিব কে জিজ্ঞাসাবাদে তাদের উপস্থাপন মতে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফারকৃতরা হলো, ০১। বারপাড়া (মধ্যপাড়া) মৃত ইকবাল হোসেনের ছেলে মোঃ সানি (২৩), ২। মোঃ সাকিব (২৩), সাং- নুরপুর (প্রাইমারি স্কুলের পিছনে), উভয় থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা জানান পলাতক আসামী নুরপুর (বড়বাড়ির) জাহাঙ্গীর আলমের ছেলে নুরে আলম প্রকাশ নুরা (৪০)। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত আসামী মোঃ সানির বিরুদ্ধে ২ টি মাদক মামলা ও পলাতক আসামী নুরে আলম ওরফে নুরার বিরুদ্ধে পূর্বের ১৭ টি মাদক মামলা, ০১ টি নারী শিশু মামলা, ০১ টি মারামারি মামলা সহ মোট ১৯ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...