• শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামীর বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক হুমকি দিয়ে ছড়িয়ে দেয়া হয়েছে তিশার নাম্বার `সরকারের আশ্বাস অনুযায়ী সময়ে ভোট না হলে সন্দেহের সৃষ্টি হবে’ ডিসেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১৭.৭২ শতাংশ গোয়েন্দা সংস্থার সুপারিশে ৪৩তম বিসিএসে ২২৭ জন বাদ: জনপ্রশাসন মন্ত্রণালয় ময়মনসিংহে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোলাম মোস্তফা বাবু চৌধুরী’র আনন্দ শোভাযাত্রা টিকিট না পাওয়ার ক্ষোভে কাউন্টারে আগুন-ভাঙচুর সাপাহারে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন আগামীতে দেশজুড়ে বাণিজ্য মেলার আয়োজন করা হবে: প্রধান উপদেষ্টা এবার টার্গেটে সাংবাদিকদের সন্তানেরা’ মানববন্ধনে কঠোর ব্যবস্থা নিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

কেরানীগঞ্জে ১৩৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪

বনি আমিন, কেরানীগঞ্জ থেকেঃ / ১৪৬৬ পাঠক ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

বনি আমিন, কেরানীগঞ্জ থেকেঃ

কেরানীগঞ্জ মডেল থানার এসআই আজাদ, এএসআই আল আমিন খন্দকার ও সঙ্গীয় ফোর্সসহ গত ই ১০/০৪/২০২৩ তারিখ বিকালে অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল)  মোঃ শাহাবউদ্দিন কবীর, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুন- অর- রশিদ দিকনির্দেশনা ও পুলিশ পরিদর্শক মুন্সি আশিকুর রহমান স্যারের নেতৃত্বে কেরানীগঞ্জ মডেল থানাধীন লছমনগঞ্জ এলাকার সাচ্চু ওরফে গোগার ৫ম তলা বিল্ডিং এর নিচ তলার আসামী রুবির ভাড়াটিয়া বাসায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। পিয়ারী বেগম (৫১), স্বামীঃ- মৃতঃ- আলমগীর হোসেন, সাং নয়াপুর বাজারস্থ পোড়া বাচ্চুর বাড়ী সংলগ্ন, থানাঃ- সোনারগাঁ, জেলাঃ- নারায়গঞ্জ, এ/পি- জিনজিরা।

কালাচাঁনা প্লাজার পিছনে মাসুম ম্যানশনের ৫ম তলার ভাড়াটিয়া, থানাঃ- কেরানীগঞ্জ মডেল, জেলাঃ- ঢাকা (ভাসমান), ০২। রুবি বেগম (৩৫), পিতাঃ- আব্দুর রহমান হাওলাদার, সাং- পাতারহাট, থানাঃ- মেহেদীগঞ্জ, জেলাঃ-বরিশাল, এ/পি- লছমনগঞ্জ সাচ্চু ওরফে গোগার বাড়ীর ভাড়াটিয়া, থানাঃ- কেরানীগঞ্জ মডেল, জেলাঃ- ঢাকা (ভাসমান), ০৩।মোঃ তাইজুল ইসলাম পিলু (৩৫), পিতাঃ- তফছের আলী, সাং- গকুল, থানা ও জেলাঃ- বগুড়া, এ/পি- পাথরঘাটা রাজু মিস্ত্রীর বাড়ীর পাশ্বে, থানাঃ-সিরাজদীখান, জেলাঃ- মুন্সীগঞ্জ (ভাসমান),০৪। লিটন ওরফে রিপন(৩২), পিতাঃ- মান্নান রাড়ী, সাং- রামভদ্রপুর, থানাঃ- ভেদরগঞ্জ, জেলাঃ- শরীয়তপুরদের দখল হইতে১৩৬ (একশত ছত্রিশ) বোতল ফেনসিডিল সহ আটক করি। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...