• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৩৩ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে ৪৮ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন,৮ ডাকাত গ্রেফতার

সংবাদদাতা / ১৮৩ পাঠক ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

বনি আমিন, কেরানীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে কলাতিয়ায় একটি ফ্যাক্টরি নাইট গার্ডকে বেঁধে দূর্ধর্ষ ডাকাতির ৪৮ ঘণ্টার মধ্যে মুল রহস্য উদ্ঘাটন, সকল মালামাল উদ্ধার, আন্তঃজেলা ৭ ডাকাতকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যান জব্দ, কারখানার খয়ে যাওয়া প্রায় সাড়ে ৮২ লক্ষ টাকার মালামাল সর্বস্ব নিয়ে যায়।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এতথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার আসাদুজ্জামান। এসময় তিনি সাংবাদিকদের বলেন, গত ২ জুলাই রাতে কেরানীগঞ্জ মডেল থানা কলাতিয়া নিশানবাড়ী এলাকায় অ্যাপিজ গ্লোবাল লিঃ কারখানায় এ ডাকাতির ঘটনা ঘটে।

তিনি জানান, দায়িত্বরত সিকিউরিটি গার্ড কারখানার গেটে তালা লাগানোর সময় ৪/৫ ডাকাত গার্ডদের অস্ত্রের মুখে জিম্মি করে। একজন গার্ডকে হারালো অস্ত্র আঘাতে সিকিউরিটি গার্ডের তিনটি আঙ্গুল পড়ে যায় এবং ডাকাতরা কারখানার সিকিউরিটি গার্ড ইনচার্জ কে উলঙ্গ করে এলোপাথারি মারপিট করে। সকল গার্ডের হাত পা বেঁধে একটি খাটের উপর রেখে কাপড় দিয়ে ডেকে রাখে। আন্তঃজেলা সাত ডাকাতকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যান জব্দ কারখানার খয়ে যাওয়া প্রায় সাড়ে ৮২ লক্ষ টাকার মালামাল সর্বস্ব নিয়ে যায়।

তিনি বলেন এ ঘটনার পর আসামীদের দ্রুত গ্রেফতার করতে ঢাকা জেলা পুলিশ সুপার এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস (দক্ষিণ) মোঃ আমিনুল ইসলাম দিক- নির্দেশনায় কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন কবির এর নেতৃত্ব স্পেশাল তদন্ত টিম দূর্ধর্ষ ডাকাতির ক্লু-লেস কারখানার ডাকাতির রহস্য উদ্ঘাটন করতে কাজ শুরু করে।

ফ্যাক্টরি আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ তথ্য প্রযুক্তি সহায়তায় আসামিদের সনাক্ত করতে সক্ষম হয়। সাভার গাজীপুর, আশুলিয়া, অভিযান পরিচালনা করে ডাকাত সরদার ১/ হামিদুল ইসলাম (৪০), ২/ আমিনুল ইসলাম ওরফে রাজু (৪৫), ৩/ জাহিদ মিয়া (৪২) ৪/ মনিরুল ইসলাম ওরফে রতন ড্রাইভার (৩২), ৫/  আজিজুল হক আজিজ ড্রাইভার (৪৮), ৬/ ইসরাফিল (৩০, ৭/ সজল মিয়া (৩০) এবং ডাকাতির মালামাল ক্রয় করার অপরাধে সাভার আশুলিয়া থেকে, ৮/ রাশিদা বেগম (৩৩) নামে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস (দক্ষিণ) মোঃ আমিনুল ইসলাম, কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন কবির, কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মামুনুর অর- রশীদ, অপারেশন আশিকুর রহমান সহ ঢাকা জেলা, কেরানীগঞ্জ উপজেলা স্থানীয় গণমাধ্যমে কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...