• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:০৭ অপরাহ্ন

গার্মেন্টস ফ্যাক্টরির অভ্যন্তরে জাল টাকা তৈরির কারখানার মালিকসহ গ্ৰেফতার-৩

সংবাদদাতা / ১৫৫ পাঠক ভিউ
আপডেট সময় : বুধবার, ২৪ মে, ২০২৩

ইমরান হোসেন রুবেল (সাভার) ঢাকা: সাভার থানাধীন অন্ধ মার্কেটের সামনে জাল টাকা নিয়ে লিচু ক্রয় করতে গেলে স্থানীয় জনগন জাল নোট সহ তাকে আটক করে পুলিশকে সংবাদ দেন। বুধবার (২৪ মে) তারিখ সকাল অনুমান ০৯.০০ সাভার মডেল থানার এসআই রাসেল মিয়া সঙ্গীয় ফোর্সসহ বরিশাল জেলা মুলাদী থানার ডিগ্ৰিরচর গ্ৰামের জয়নাল আবেদীন খানের ছেলে মোঃ সাখাওয়াত হোসেন খান (৫০), বর্তমান সাং-সাদাপুর, পুরান বাড়ি, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে ১৭,০০০/- (সতের হাজার) টাকা মূল্য মানের জাল নোটসহ গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে ধৃত আসামি জানায়, সাভার থানাধীন সাদাপুর পুরানবাড়ি এলাকায় তার সাউথ বেঙ্গল গার্মেন্টস এর অভ্যন্তরে তিনি অন্যান্য লোকজনের সহায়তায় জাল নোট তৈরির কারখানা গড়ে তুলেছে এবং তিনি আরো জানান আসন্ন ঈদুল আযহা উপলক্ষে গরুর হাটে এই জালনোট ব্যবহার করে তিনি বিপুল অর্থের মালিক হবেন।

এরপর উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে ঢাকা জেলাল সুযোগ্য পুলিশ সুপারের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম, অপস্ ও ট্রাফ্রিক (উত্তর), অতিরিক্ত পুলিশ সুপার, সাভার সার্কেল এবং সাভার মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযান পরিচালনা করে আসামী সাখাওয়াত হোসেন খানের সাউথ বেঙ্গল গার্মেন্টসের অভ্যন্তরে আলাদা কক্ষে জাল নোট তৈরির কারখানার মধ্যে আরো দুই সদস্য কে আটক করা হয়।

আটককৃতরা হলেন, বরিশাল জেলা মুলাদী থানার রাগুয়া কাজিরচর গ্ৰামের মানিক মোল্লার ছেলে মোঃ নাজমুল হোসেন (২৪) ও শরিয়তপুর জেলা পালং থানার গয়াধর গ্ৰামের আল আমিন সরদারের ছেলে সুজন মিয়া (৩০)।

জাল নোট তৈরির কারখানা হতে বিভিন্ন নাম্বারের সর্বমোট ৫০ লক্ষ ১৭ হাজার টাকা মূল্য মানের জাল নোট, ০১ বোতল বিদেশি মদ, ০১ টি বিয়ার, ১০০ পিস ইয়াবা ও জাল টাকা তৈরির বিপুল পরিমান মেশিনসহ বিভিন্ন সরঞ্জামাদী এবং উপকরণ উদ্ধার করা হয়। এ সংক্রান্তে মামলা রুজু প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...