• বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:

চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ

Reporter Name / ১৪৯ Time View
Update : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দশমিনায় মো. নজির সরদার নামে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কবির হোসেন নামে এক জেলে বুধবার সকালে ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে উপজেলার চরবোরহান ইউনিয়নের জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়। ওই ইউনিয়নের প্রায় ১৩শ জেলের বিপরীতে ২৫ কেজি করে প্রায় ৩২ হাজার ৫শ কেজি চাল বরাদ্দ করা হয়।

চেয়ারম্যান নজির সরদার প্রকৃত জেলেদের বাদ দিয়ে তার ভাতিজা বশির সরদার, জসিম সরদার ও জহিরুল সরদারসহ নিজের আত্মীয় স্বজনদের নামের তালিকা করে চাল আত্মসাত করেন।

কবির হোসেন তার লিখিত অভিযোগে দাবি করেন, চাল বিতরণে জেলেদের তালিকায় তার যে স্বজনদের দেখানো হয়েছে তারা কেউ জেলে নন। ওই জেলে আরও দাবি করেন জেলেদের মাস্টার রোলে ভুয়া টিপসই নেয়া হয়েছে। এসব অনিয়মের প্রতিবাদ করলে ভয়ভীতি ও নির্যাতন করেন চেয়ারম্যান বলে লিখিত অভিযোগে দাবি করা হয়।

অভিযোগের বিষয় চেয়ারম্যান নজির সরদার বলেন, আমার কোনো আত্মীয় স্বজনের নাম তালিকায় নেই। চাল বিতরণে অনিয়ম হয়নি। কর্মকর্তাদের উপস্থিতিতে চাল বিতরণ করা হয় ও ভয়ভীতির অভিযোগও সত্য নয়।

ইউএনও নাফিসা নাজ নীরা বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category