• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন

ঝড় ও শিলা বৃষ্টিতে মুন্সীগঞ্জে ব্যাপক ক্ষতি, বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন

সংবাদদাতা / ১১৪ পাঠক ভিউ
আপডেট সময় : সোমবার, ৬ মে, ২০২৪

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে ঝড় ও শিলাবৃষ্টিতে গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ে গাছপালা ভেঙে পড়ে বিভিন্ন রাস্তাঘাট বন্ধ রয়েছে। এছাড়া মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন মুন্সীগঞ্জ শহরসহ বিভিন্ন উপজেলাতে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির জিএম প্রকৌশলী মো. হাদিউজ্জামান। রোববার ( ৫ এপ্রিল) দিনগত রাত ১২ টার দিকে মুন্সীগঞ্জ শহর ও তার আশেপাশে ব্যাপক আকারে ঝড় শুরু হয়। আধা ঘণ্টার স্থায়ী ঝড়ের সাথে পড়তে শুরু করে শিল ও মুষলধারে বৃষ্টি। ব্যাপক ঝড়ের কারণে গভীর রাতে অনেকে আতঙ্কিত হয়ে ওঠেন।

এদিকে ব্যাপক ঝড়ের কারণে মুন্সীগঞ্জ সদর উপজেলা সহ বিভিন্ন এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে ‌। বিদ্যুতের অভাবে কাজ করতে না পারায় বিপাকে পরেছেন মুন্সীগঞ্জ আদালতে আসা বিচার প্রার্থীরা। এ ব্যাপারে মুন্সীগঞ্জ আদালতে বিচার প্রার্থী আব্দুল হালিম বলেন, আমি মুন্সীগঞ্জ আদালতে আসছি একটি মামলা করার জন্য। কিন্তু বিদ্যুৎ না থাকায় মামলা টাইপ করতে পারছি না।

সরেজমিনে মুন্সীগঞ্জ শহরের বিভিন্ন অলিতে গলিতে ঘুরে দেখা যায়, ঝড়ের কারণে গাছপালা পড়ে অনেক অলিগলি বন্ধ হয়ে রয়েছে। গাছের পাতা পরে ঢেকে রয়েছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান। ওই সমস্ত স্থানগুলোতে ঝাড়ু দিয়ে পরিষ্কারের কাজ চলছে। ঝাড়ু দেওয়ার পরে স্থানে স্থানে স্তুপ করে রাখা হয়েছে আম গাছসহ অন্যান্য গাছের পাতা। শহর এলাকায় ব্যাপক ঝড়ের কারণে গাছে থাকা আম অর্ধেকের বেশি পড়ে গেছে বলে সংশ্লিষ্ট আম গাছের মালিকরা জানিয়েছেন।

মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম প্রকৌশলী মো. হাদিউজ্জামান‌ বলেন, বেশ কিছু গ্রাহক বিদ্যুৎ সরবরাহের বাইরে আছেন। আমাদের সহকর্মীগণ ঝড় থামার পরে রাত হতেই মাঠে আছেন এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। লাইনের উপরে ব্যাপক পরিমাণ গাছপালা পরে থাকা, বৈদ্যুতিক খুঁটি ভেঙে যাওয়াসহ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ায় তা পুন:স্থাপনের জন্য কিছু সময় লেগে যাবে। এ কারণে সকলের কাছে ধৈর্য ও সহযোগিতা কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...