• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের বিভাগীয় সমাবেশ নিঃ স্বার্থ সমাজ কল্যাণ সংগঠনের নব নির্বাচিত কমিটির পরিচিতি ও মাদক বিরোধী সভা শেরপুরে হাসপাতালের সেই তত্ত্বাবধায়কের অপসারণ দাবীতে সাংবাদিকদের বিক্ষোভ বিচারের পর আ.লীগকে নির্বাচন করতে দেওয়া হবে : ড. ইউনূস আমরা এক পরিবার, কেউ কারো শত্রু হবো না: প্রধান উপদেষ্টা সীমান্তের বিএনপি নেতা সাবেক ইউপি সদস্যের ভাতিজা ইয়াবাসহ আটক আওয়ামীপন্থী পুলিশ কর্মকর্তাদের নামের তালিকায় ময়মনসিংহের ওসি সফিকুল ইসলাম ভাড়া বাড়িতে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ, মৃত্যু নিয়ে ধোঁয়াশা যুবদল নেতা হত্যা মামলায় পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী কারাগারে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ

ধামইরহাটে রাস্তার উপর বাড়ী নির্মানের অভিযোগ

সংবাদদাতা / ১২৬ পাঠক ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২ জুন, ২০২৩

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে রাস্তার উপর বাড়ী নির্মানের অভিযোগ পাওয়া গেছে। সরকারি নিয়ম নীতিকে তোয়াক্কা না করে নিজ ইচ্ছায় রাস্তার জমিতে বাড়ী নির্মান করায় স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। সম্প্রতি উপজেলার খেলনা ইউনিয়নে এমন অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগকারী আমজাদ হোসেন মোল্লার অভিযোগসূত্রে ও ১ জুন বিকেলে সরেজমিন গিয়ে জানা যায়, উপজেলার খেলনা ইউনিয়নের অধীন রসপুর গ্রামের মৃত নমির উদ্দিনের ছেলে তহিদুল ইসলাম বাড়ী নির্মানের সময় রাস্তার জমির অংশে আরসিসি পিলার উত্তোলন করেন।

এই বিষয়ে রসপুর গ্রামের মৃত আব্দুর রহিম মোল্লার ছেলে আমজাদ হোসেন মোল্লা বাদী হয়ে ধামইরহাট থানা ও ভূমি অফিসে পৃথক ভাবে অভিযোগ দায়ের করলে ভূমি অফিসের সার্ভেয়ার ময়নুল ইসলাম কর্তৃপক্ষের নির্দেশ নামতে পরিমাপ করে সরকারি জায়গায় বাড়ী নির্মানের সত্যতা পান এবং সীমানা নির্ধারণ করে খুটি দিয়ে আসেন। ভুক্তভোগী মেহেদী হাসান বলেন, এই বাড়ী নির্মান হলে রাস্তাটি দিয়ে চলাচলের ব্যাপক অসুবিধা হবে।

অভিযুক্ত তহিদুল ইসলাম বলেন, আমার বাড়ীর চারিধারে আমার জমির উপরই রাস্তাগুলো নির্মান হয়েছে, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, মাপযোগে রাস্তার জমি আমার বাড়ীর অংশে আসলে আমি তা অপসারণ করে নিব।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম জানান, অভিযোগের প্রেক্ষিতে ভূমি অফিসের সার্ভেয়ারকে সরেজমিন মাপযোগে রিপোর্ট করতে বলা হয়েছে, সার্ভেয়ারের রিপোর্ট হাতে পেলে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

স্থানীয় মৃত মফিজ উদ্দিনের ছেলে সেকেন্দার আলী সহ অনেকের দাবী, শুধু একটি নয়, সকল রাস্তায় সংস্কার করা হোক আমরা সেটা চাই, কারও পুকুর সরকারি রাস্তা খেয়ে ফেলছে, সেটিও দায়িত্বশীলদের নজরে আসা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...