নিজস্ব সংবাদদাতা: ব্যাঙ্গের ছাতার গড়ে উঠেছে নারায়নগঞ্জের অলিতে গলিতে বাউল গানের নামে নানা নাসকতা ও অপকর্মের আসড়। এ নিয়ে সাম্প্রতিক বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রচার হলে এবং সাংবাদিকদের ততপরতায় ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার ওসিদ্বয়ের নির্দেশনায় অভিযান চালিয়ে বন্ধ করার পরেও বীরদর্পে চালাচ্ছে আসড়গুলো। এখন সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে এদের খুটির জোর কোথায় যে পুলিশ বন্ধ করার পরেও তারা অবাধে আসড়গুলো ফের চালাচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, সদর , সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা এলাকায় বাউল গানের আসড় রয়েছে অর্ধশতাধিক।
বেশিরভাগ আসড়গুলোর নেপথ্যে রয়েছে বিশেষ পেশার পরিচয়দানকারী ক্ষমতাধর কর্তাব্যাক্তিরা। তাদের ইশারায় চলে অবৈধ বাউল গানের আড়ালে নাসকতা ও অপকর্ম। এ ছাড়াও কিছু প্রভাবশালী ওই সব আসড়গুলোতে যেয়ে মেয়ে মানুষ নিয়ে ফূর্তি করার কারনেও আসড়গুলো পায় তাদের আশির্বাদ।
স্থানীয়রা জানান, এই আসড় গুলো গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে ডিজে বাজানো হয়। একই সাথে এখান থেকে নারী’দের দিয়ে যৌন ব্যাবসা করানো, মাদক পান করে মাতলামী সহ মারামারী, চোর- ছিনতাইকারীদের আড্ডা সহ নানা অপকর্মের সূত্রপাত হয় এই আসড়গুলো থেকে । তাই এদের বিরুদ্ধে কঠোর শাস্তি চেয়েছেন স্থানীয়রা।
পুলিশ বলছে, বাউল গানের আড়ালে কোনো অপকর্ম করলে সেগুলো বন্ধ করা হবে। তাছাড়া অভিযান করে বেশ কয়েকটি বন্ধ করা হয়েছে । বাকি গুলাও পর্যায়ক্রমে বন্ধ করে দেয়া হবে।