• শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম:

নারায়ণগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপিত

সংবাদদাতা / ১২২ পাঠক ভিউ
আপডেট সময় : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জ জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হল কমিউনিটি পুলিশিং ডে-২০২২। এবারের প্রতিপাদ্য বিষয় “কমিউনিটি পুলিশের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র। ২৯ অক্টোবর, ২০২২ সকালে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে শুরু হয় এ আয়োজন। এরপর আলোচনা সভা। পুলিশ সুপার জনাব গোলাম মোস্তফা রাসেল, পিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সম্মানিত এমপি জনাব এ কে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জনাব মোঃ মঞ্জুরুল হাফিজ, অধিনায়ক, র‍্যাব-১১ জনাব লেঃ কর্নেল তানভীর মাহমুদ পাশা, পিএসপি, বীর, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান জনাব চন্দন শীল, নারায়ণগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি জনাব প্রবীর কুমার সাহা, সিআইপি।

সকাল সাড়ে দশটায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স থেকে জেলা কমিউনিটি পুলিশের সদস্য এবং জেলা পুলিশের সদস্যদের সমন্বয়ে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের সড়ক প্রদক্ষিণ করে। এরপর নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে আয়োজিত সুসজ্জিত মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিদের সম্মননা স্মারক প্রদান করা হয়। এসময় কমিউনিটি পুলিশিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখার কমিউনিটি পুলিশিং সদস্য ও পুলিশ অফিসারদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...