• বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:০২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ত্বকী হত্যা মামলা সম্পৃক্তত র‌্যাব- ১১ হাতে গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদকঃ / ৩৯ পাঠক ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সদর মডেল থানা তদন্ত করলেও উচ্চ আদালতের নির্দেশে ত্বকী হত্যা মামলার তদন্ত র‌্যাব-১১ এর নিকট অর্পণ করা হয়। ত্বকী হত্যা মামলায় সম্পৃক্ততা থাকায় ১৬ সেপ্টেম্বর তারিখ রাতে নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন চাষাড়া এলাকা হতে ইয়ার মোহাম্মদ @ পারভেজ, পিতাঃ আলী হোসেন র‌্যাব-১১ গ্রেফতার করে। এরপর ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে উক্ত আসামী’কে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত আসামী’কে জেল হাজতে প্রেরণ করে।

মামলায় উল্লেখ, ২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র ত্বকীকে অপহরণ করে নৃশসংভাবে হত্যা করা হয়। পরে তার মরদেহ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ত্বকীর পিতা রফিউর রাব্বি নারায়ণগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে বাদীর আবেদনের প্রেক্ষিতে মামলাটি কোর্টের নির্দেশে মামলার তদন্তভার পায় র‍্যাব।

এছাড়াও সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা, বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতার ও চাঞ্চল্যকর মামলা তদন্তে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‌্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...