• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
যশোরের চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা শেরপুরে সেনাবাহিনী যৌথ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার ঠাকুরগাঁওয়ে সন্ধ্যা নামতেই অনলাইনে জুয়ার আসর কুকি-চিন’র আস্তানায় সেনা অভিযান, বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ও পিক আপ সংঘর্ষ! দুই চালকসহ আহত-৫ অফিস সহকারী শাহীনের শত কোটি টাকার বিত্ত বৈভব, নজিরবিহীন দু র্নী তির ঘটনা হার মানাবে আরব্য রজনীর রুপকথার গল্পকে! টেলিকম খাতেও সালমান সিন্ডিকেট, লুটে নেয় সাড়ে ৭ হাজার কোটি টাকার সুবিধা সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, শ্রম সংস্কারের প্রতিশ্রুতি হোয়াইট হাউসে বাইডেন-ট্রাম্প বৈঠক সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেবে সরকার, জানালেন ড. ইউনূস

পশ্চিমবঙ্গে মা দুর্গার মূর্তি ভাঙ্গায়, সমাবেশ ও প্রতিবাদ মিছিল

অনলাইন ডেস্কঃ / ২৬ পাঠক ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

অনলাইন ডেস্কঃ ১২ ই নভেম্বর মঙ্গলবার ঠিক দুপুর দুটোয়, ধর্মতলা রানী রাসমণি রোডের সংযোগস্থলে, গিরি গোবিন্দধারী চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে , বাংলাদেশে হিন্দুদের উপর নির্মম অত্যাচার এবং পশ্চিমবঙ্গে মা দুর্গার মূর্তি ভেঙ্গে দেওয়ার প্রতিবাদে, জনসভা ও প্রতিবাদ মিছিল করলেন,

উপস্থিত ছিলেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শঙ্কু দেব পান্ডা, রেখা পাত্র, পালি খটিক, গোপাল মহারাজ, শংকর মহারাজ, কৌস্তুভ বাগচী, তমগ্ন ঘোষ, সুবোধ দাস, শ্রীমৎ স্বামী সর্বানন্দ , শ্রীমদ বন্ধু গৌরব ব্রহ্মচারী, শ্রীমৎ প্রবানন্দপুরী মহারাজ, সহ অন্যান্য সদস্য এবং সন্ন্যাসী ও সন্ন্যাসিনী’রা, প্রায় কয়েকশো সাধু-সন্ততি সহ সন্ন্যাসিনী’রা এই প্রতিবাদ মিছিলে অংশ গ্রহণ করেন, খোল খপতাল, ঢাক বাজিয়ে, সমাবেশের পর মিছিল করে মৌলালিতে গিয়ে শেষ করেন।

তাদের প্রতিবাদ, একদিকে বাংলাদেশে যেমন হিন্দুদের উপর নির্মম অত্যাচার চালানো হচ্ছে অবিলম্বে বন্ধ করা হোক, এমনকি সাধু- সন্ততিদের উপরে যেভাবে অত্যাচার চলছে, তাহা বন্ধ হোক, অন্যদিকে পশ্চিমবঙ্গে কাম্দুলি টিকে পাক স্টিট আরজিকর সহ যেভাবে এরপর এক ঘটনা ঘটেছে, একজন ডাক্তার’কে প্রাণ দিতে হয়েছে, তাহার তদন্ত সঠিক বিচার, এবং পশ্চিমবঙ্গে দেবী দুর্গার মূর্তি যেভাবে ভেঙে দেওয়া হয়েছে।

অবিলম্বে সেই সকল দোষীদের শাস্তির দাবী জানান, সাধু সন্তোতীরা বলেন, আমরা এর তীব্র নিন্দা করছি, শুধু তাই নয়, আমরা শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে অনশন করেছি এমনকি বিভিন্ন জায়গায় আমরা এই প্রতিবাদের চিঠি দিয়েছি। কোন রকম ফল পাই নাই।, এখন দেবদেবীর উপরে আক্রমণ করা হচ্ছে এটা পশ্চিমবঙ্গে লজ্জা কর।

আমরা এর তদন্ত চাই, যতদিন না হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হবে এবং দোষীদের শাস্তি না হবে আমরা এই আন্দোলন চালিয়ে যাব, আমাদের থামিয়ে রাখতে পারবেনা, অবিলম্বে সরকার দোষীদের আড়ান না করি সবার সম্মুখে নিয়ে আসুক। সারা রাস্তা জুড়ে কয়েক’শো সাধু- সন্ততীদের মিছিল, সাধুদের শঙ্খ ধ্বনি ও ডুগডুগির শব্দে উত্তাল হয়ে উঠল, ধু ধারে মানুষ ভিড় জমিয়ে দেখার জন্য অপেক্ষা করছিলেন।

তারা বলেন দোষীদের কতদিন আড়াল করে রাখতে পারে আমরাও এর অপেক্ষায়, আমাদের আন্দোলন থামানো যাবে না। কেন হিন্দুদের’কে বেছে বেছে তাদের উপর অত্যাচার করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...