• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:

ফরিদপুরে শিক্ষার্থী’কে জ্যান্ত কবর দিয়ে হত্যার চেষ্টা গ্রেফতার ২

ফারজানা আক্তারঃ / ২৫ পাঠক ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

ফারজানা আক্তারঃ ফরিদপুর জেলার কোতয়ালী এলাকা হতে মোঃ জিহাদ মাতব্বর (১৩)’কে অপহরণের পর জ্যান্ত কবর দিয়ে হত্যা চেষ্টার প্রধান আসামী মো: সিফাত মোল্লা সহ ২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব- ১০। ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন এলাকায় বসবাসকারী মো: মুস্তাক মাতব্বর (৩৮), পিতাঃ- মৃত আঃ গনি মাতব্বর, সাং- বড়- মাধপুর, থানাঃ- কোতয়ালী, জেলাঃ- ফরিদপুর তিনি দীর্ঘদিন যাবৎ উক্ত এলাকায় বসবাস করে আসছেন।

গত ৭ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ রাত ২০:৩০ ঘটিকায় তার ছেলে জিহাদ কোতয়ালী থানাধীন হোগলা কান্দি ফজল করিম মাদ্রাসায় ওয়াজ মাহফিল শোনার জন্য যায়।

উক্ত মাহফিল হতে মোঃ সিফাতের লোকজন এসে পরস্পর যোগ- সাজস করে ভিকটিম জিহাদ’কে অপহরণ করে কোতয়ালী থানাধীন এলাকার বড় মাধবপুর পূর্বপাড়া কবর স্থানে নিয়ে যায়। অতপর ভিকটিম জিহাদ’কে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা মুক্তিপন দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে জিহাদ তার বাবা’কে ফোন দিতে অস্বীকৃতি জানালে সিফাতের লোকজন তার উপর ক্ষিপ্ত হয়ে লোহার রড, কাঠের বাটাম দিয়ে এলোপাথাড়ী ভাবে মেরে শরীর বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে জ্যান্ত কবর দেওয়ার জন্য তাকে কবরের ভিতর ফেলে দেয় অপরাধী’রা।

ভিকটিম জিহাদের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে কবরের ভিতর থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য ফরিদপুর জেনারেল হাসপাতালে নেয়। উক্ত ঘটনায়  জিহাদের বাবা মো: মুস্তাক মাতব্বর (৩৮) বাদী হয়ে  কোতয়ালী ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মোঃ সিফাত মোল্লা (২৮) সহ ৬ জন এবং অজ্ঞতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দয়ের করেন যার মামলা নম্বর-২০ তারিখঃ ৯ ডিসেম্বর ২০২৪ ইং, ধারা নারী ও শিশু দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৭/৮/৩০ তৎসহ ৩২৩/৫০৬ পেনাল কোড।

মামলা রুজুর বিষয় টি জানতে পেরে সিফাতসহ অন্যান্য আসামী’রা আত্মগোপনে চলে যায়।

উল্লেখিত শিশু অপহরণের মামলার বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পেরে আসামীদের দ্রুত গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে।

গতকাল ১৯ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ রাত ২১:৩০ ঘটিকায় র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের এর একটি আভিযানিক দল গোয়ান্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য- প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-১ এর সহযোগীতায় গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে কালিয়াকৈর থানাধীন সফিপুর এলাকা হতে ফরিদপুর জেলার কোতয়ালী এলাকা হতে মো: জিহাদ মাতব্বর (১৩) ’কে অপহরণের পর জ্যান্ত কবর দিয়ে হত্যা চেষ্টার প্রধান আসামী ১। মো: সিফাত মোল্লা সহ (২৪), পিতাঃ- হালিম মোল্লা, সাং-  হোগলা কান্দি, ২। সজল শেখ (১৯), পিতাঃ- মৃত আসাদ শেখ, সাং- মৃগী, উভয় থানাঃ-কোতয়ালী, জেলাঃ- ফরিদপুর’কে গ্রেফতার করে।গ্রেফতার কৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...