• বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন

বালিয়াকান্দি চোরাই গরু সহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি রাজবাড়ীঃ / ২২ পাঠক ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

জেলা প্রতিনিধি রাজবাড়ীঃ রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে চুরি হওয়া গরু সহ ৩ জন চোর কে টাঙ্গাইল জেলার কালিহাতি থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে। গ্রেফতার কৃতরা হলেন , রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের ভাগলপুর গ্রামের মোঃ ইউনুছ আলী শেখের ছেলে মোঃ হযরত আলী শেখ (৩৯), রাজবাড়ী সদর উপজেলার আলীপুর গ্রামের মোঃ হাচেন আলী শেখের ছেলে মোঃ আখের আলী শেখ (৪০) ও জামালপুর জেলা সদরের রশিদপুর গ্রামের মোঃ আব্দুল মান্নান মিয়ার ছেলে মোঃ রইন উদ্দিন (৩৫)।

বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চর ফরিদপুর গ্রামের আঃ গনি মোল্যার ছেলে গরুর মালিক আব্দুস সাত্তার মোল্যা বলেন, গত বুধবার (২৭ নভেম্বর) রাত ৩টার দিকে তার বাড়ীর গোয়াল থেকে গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। বিষয়টি বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলার কালিহাতি থানা এলাকায় শুক্রবার অভিযান চালিয়ে চোরাই গরু সহ ৩জন চোরকে গ্রেফতার  করা হয়েছে। গ্রেফতারকৃতকে  শনিবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...