• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন

বিরামপুরে গ্রাম পুলিশদের পোশাক ও সরঞ্জামাদি বিতরণ

সংবাদদাতা / ৯৪ পাঠক ভিউ
আপডেট সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩

বিরামপুর (দিনাজপু্র) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর উপজেলায় কর্মরত ৭০ জন গ্রাম পুলিশের (দফাদার ও মহল্লাদার) মাঝে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। সোমবার (১৯জুন) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে গ্রাম পুলিশের মাঝে এ পোশাক ও সরঞ্জামাদি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ, দিনাজপুর, উপ- পরিচালক মোখলেছুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে ৭ ইউনিয়ন পরিষদের সচিব ও গ্রাম পুলিশ সদস্যসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...