• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন

বুড়িগঙ্গায় নৌ পথে নিরাপত্তা নিশ্চিত করণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সংবাদদাতা / ১২২ পাঠক ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

মোঃ বনি আমিন, কেরানীগঞ্জ থেকেঃ নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণে বুড়িগঙ্গায় বিআইডব্লিউটিএর ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় বুড়িগঙ্গা নদীতে চলাচলরত ১০টি নৌযানকে ১ লক্ষ ১২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার রাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানটি পরিচালিত হয়।

এ সময় বিআইডব্লিউটিএ ঢাকা নদী বন্দরের নৌ নিট্রা বিভাগের যুগ্ন পরিচালক মো: কবির হোসেন সহ বিআইডব্লিউটিএর পরিদর্শক ও নৌ পুলিশের একজন কর্মকর্তাসহ সদস্যরা উপস্থিত ছিলেন। বিআইডব্লিউটিএ-র ঢাকা নদী বন্দরের নৌনিট্রা বিভাগের যুগ্ম পরিচালক মো: কবির হোসেন জানান, সন্ধ্যার পর নৌ পথে নৌযান চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে আজ বিআইডব্লিউটিএ-র নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বুড়িগঙ্গা নদীতে নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ এর আলোকে বিকাল পাঁচটা হতে রাত নয়টা পর্যন্ত এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোট ১৩টি নৌযান পরিদর্শনে ১০টি নৌযানের বিরুদ্ধে জরিমানা বাবদ ১ লক্ষ ১২ হাজার টাকা জরিমানা করা হয় এবং তিনটি নৌযানে কোনো ত্রুটি পাওয়া না গেলে সেগুলো ছেড়ে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...