• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন

ভূঞাপুরে যমুনার ভাঙন রোধে সড়ক অবরোধ করে বিক্ষোভ

সংবাদদাতা / ১২৪ পাঠক ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

আমিনুল ইসলাম, ভূঞাপুর: যমুনার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার বঙ্গবন্ধু সেতু-ভূঞাপুর সড়কে আড়াই ঘন্টা ব্যাপী যমুনা পূর্ব পাড়ের ভাঙন কবলিত চিতুলিয়াপাড়া গ্রামবাসী এ বিক্ষোভ সমাবেশে করেন।

চিতুলিয়াপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, নুরুজ্জামান মাস্টার, আনোয়ার, তপু সহ স্থানীয় লোক জনের নেতৃত্বে এ বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।

এসময় বিক্ষোভকারীরা নিজেদের ঘরবাড়ি ও বসতভিটা রক্ষায় ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের জোর দাবি জানান। পরে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেন ঘটনাস্থলে গিয়ে ভাঙন রোধে কাজ শুরু করার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন গ্রামবাসী।

উল্লেখ্য- গত কয়েক সপ্তাহে যমুনার ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন টাঙ্গাইলে ভূঞাপুরের যমুনা পূর্ব পাড়ের হাজারো মানুষ। চোখের সামনে নিমিষেই নদীতে বিলীন হয়ে যাচ্ছে বসত ভিটা, ঘরবাড়ি, ফসলি জমি সহ নানা স্থাপনা। ফলে নির্ঘুম রাত কাটছে ভাঙন কবলিত এলাকার মানুষদের।

যমুনা পূর্ব পাড়ের চিতুলিয়া পাড়া এলাকার প্রায় অর্ধ শতাধিক বসতভিটা, রাস্তাঘাট সহ নানা স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গত বছর ভাঙন রোধে জেলা পানি উন্নয়ন বোর্ডের ফেলা জিও ব্যাগও ভাঙন রোধে তেমন একটা কাজে আসছে না। ঘরবাড়ির সাথে জিও ব্যাগ গুলোও নদীতে বিলীন হয়ে যাচ্ছে।

চিতুলিয়া পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ও নুরুজ্জামান মাস্টার বলেন- গত কয়েক বছরের আমাদের এলাকার প্রায় শতাধিক পরিবার নদী ভাঙনের শিকার হয়ে সবকিছু হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। চলতি বছরে ইতিমধ্যে প্রায় অর্ধ শতাধিক বসতভিটা নদীতে বিলীন হয়ে গেছে। দ্রুত সময়ের মধ্যে স্থায়ী বাঁধ না দিলে আমাদের পুরো গ্রাম নদীতে বিলীন হয়ে যাবে।

এদিকে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য এমপি ছোট মনিরের হস্তক্ষেপে গত রোববার (২ জুলাই) থেকে ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে জেলা পানি উন্নয়ন বোর্ড। ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেন জানান- ভাঙন রোধে কাজ শুরু করে দেয়া হয়েছে।

এবিষয়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সাজ্জাদ হোসেন বলেন- ভূঞাপুরের যমুনা পূর্ব পাড়ের চিতুলিয়া পাড়া অংশে ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...