আমিনুল ইসলাম, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে মাছ ধরার ৪৭টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও ২হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।সোমবার (৫ মে) বিকেলে ভূঞাপুরের যমুনা নদীতে অভিযান চালিয়ে নদীতে পেতে রাখা নিষিদ্ধ ঘোষিত জাল উদ্ধার করে।
এ সময় অভিযান পরিচালনা করেন ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর মোঃ ইউনুস মুন্সী ও সাব ইন্সপেক্টর কমল দে সরকার। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন বলেন, নিষিদ্ধ চায়না জাল ও কারেন্ট জাল ব্যবহার বন্ধে আমাদের সরকারের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে এবং ব্যবহারকারীর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।