• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন

মধুুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

সংবাদদাতা / ১২০ পাঠক ভিউ
আপডেট সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

আঃ হামিদ মধুপুর, টাঙ্গাইল প্রতিনিধিঃ- টাঙ্গাইলের মধুপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসকণ্যা, জাতিসংঘের ঘোষিত ২য় সেরা প্রধানমন্ত্রী দেশরতত্ন শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মধুপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আনন্দ র‍্যালী, আলোচনা সভা কেককাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এই কর্মসুচি বাস্তবায়ন করেন। বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় হতে এক আনন্দ র‍্যালী বের হয়ে মধুপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সড়ক প্রদক্ষিণ শেষে আনন্দ র‍্যালীটি দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। সন্ধায় মধুপুর বাসস্টান্ড এলাকায় দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য খন্দকার শফি উদ্দিন মনি এর সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগের সহ সভাপতি বাপ্পু সিদ্দিকী, সহ সভাপতি এডভোকেট ইয়াকুব আলী, ছাত্র লীগের সভাপতি খন্দকার মিথুন। এসময় উপস্হিত ছিলেন মধুপুর পৌরসভার মেয়র মো. সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন- সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদিক, যুগ্ন- সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি গোলাম মোস্তাফা খান বাবলু সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...