• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় মাটিচাপায় শরীয়তপুরের দুই তরুণের মৃত্যু

সংবাদদাতা / ৩১২ পাঠক ভিউ
আপডেট সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

শরীয়তপুর প্রতিনিধি: মালয়েশিয়ায় মাটিচাপায় শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলার জাহিদুল খান (২০) ও সাজ্জাদ হোসেন উবি (২০) নামের দুই তরুণের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার তাঁদের মৃত্যুর খবর পাওয়ার পর গ্রামের বাড়িতে চলছে শোকের ছায়া। জাহিদুল ও সাজ্জাদের বাবা-মা সন্তানের শোকে বারবার মূর্ছা যাচ্ছেন। মরদেহ দেশে আনার জন্য দাবি জানাচ্ছে দুটি পরিবার।

নিহত জাহিদুল খান শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী ইউনিয়নের দক্ষিণ কেবলনগর গোলকান্দি গ্রামের আব্দুর রশিদ খান ও আলেয়া বেগম দম্পত্তির ছেলে। তারা ৪ ভাই ও ১ বোন। এর মধ্যে জাহিদুল ছোট। আর সাজ্জাদ হোসেন উবি জাজিরা উপজেলার জাজিরা ইউনিয়নের আহাদ্দি মাদবরকান্দি গ্রামের শাহজাহান উবি ও নুরজাহান বিবি দম্পত্তির ছেলে। ৩ ভাইয়ের মধ্যে সাজ্জাদ ছোট।

নিহতর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দরিদ্র পরিবারের সংসারের হাল ধরতে চলতি বছরের ২৩ সেপ্টেম্বর জাহিদুল ও ২ ফেব্রুয়ারি সাজ্জাদ টুরিস্ট ভিসায় মালয়েশিয়া যান। গত বৃহস্পতিবার দুপুরে মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের মাচাং জেলার কাম্পুং মাকা পুলাই চোনডংয়ে একটি হাইওয়ে ড্রেনের নির্মাণ কাজ করছিলেন ওই দুই তরুণ।

তখন কাজ করার সময় ড্রেনের দুই পাশের মাটি পড়ে তাঁদের মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই দেশের পুলিশ তাঁদের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে একটি হিমঘরে রাখা হয় তাঁদের মরদেহ।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মৃত্যুর বিষয়ে আমি জেনেছি। নিহতের পরিবার আমার কাছে আসলে জেলা প্রশাসকের নির্দেশে পরিবার দুটিকে সব ধরনের সহযোগিতার চেষ্টা করবো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...