• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরা এক পরিবার, কেউ কারো শত্রু হবো না: প্রধান উপদেষ্টা সীমান্তের বিএনপি নেতা সাবেক ইউপি সদস্যের ভাতিজা ইয়াবাসহ আটক আওয়ামীপন্থী পুলিশ কর্মকর্তাদের নামের তালিকায় ময়মনসিংহের ওসি সফিকুল ইসলাম ভাড়া বাড়িতে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ, মৃত্যু নিয়ে ধোঁয়াশা যুবদল নেতা হত্যা মামলায় পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী কারাগারে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর: সম্ভাব্যতা যাচাইয়ে হচ্ছে কমিটি, আন্দোলন স্থগিত গাজায় ইসরায়েলি হামলায় আরো অর্ধশত ফিলিস্তিনি নিহত সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ৮ দিনের রিমান্ডে টাঙ্গাইলে বাস-পিকআপভ্যান সংঘর্ষে চারজন নিহত

মাহমুদউল্লাহকে ‘আশ্বাস’ দিয়েও ফেরানো হয়নি

সংবাদদাতা / ১৯৯ পাঠক ভিউ
আপডেট সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে বারবার আশ্বাস দিয়েও দলে ফেরানো হয়নি।  জাতীয় দলের হয়ে সর্বশেষ ইংল্যান্ড সিরিজে খেলেছেন রিয়াদ। বাদ পড়েন মার্চে ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজে।  সেই সময়ে সহকারী নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেছিলেন, ‘রিয়াদকে আয়ারল্যান্ড সিরিজের দল থেকে বাদ দেওয়া হয়নি। বিশ্রামে রাখা হয়েছে।’

প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানান, ‘রিয়াদ এখনো আমাদের পরিকল্পনায় আছে।’ ঘরের মাঠে আইরিশদের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলার পর মে মাসে ইংল্যান্ডের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে যায় বাংলাদেশ। সেই সিরিজের দলেও জায়গা হয়নি রিয়াদের।

সেই সময়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর ভাষ্য ছিল- ‘কেউ চোখের আড়াল নয়, সবাইকে সমানভাবে দেখা হবে। রিয়াদ আমাদের বিবেচনায় আছেন।সেই সময়ে কোচ হাথুরুসিংহে বলেছিলেন- ‘রিয়াদ আফিফের বিশ্বকাপের আগে দলে ফেরার সুযোগ আছে।

জুলাই মাসে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজের দলেও জায়গা হয়নি মাহমুদউল্লাহর। সেই সময় জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল বলেছিলেন- ‘মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন আমাদের বিবেচনায় আছে। গত ১২ মে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন- ‘আমার ধারণা রিয়াদ বিশ্বকাপ দলে থাকবে।’

রিয়াদ হজ পালনে ছুটিতে থাকাকালীন ২৯ মে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছিলেন- ‘বিশ্বকাপের বিবেচনায় রাখতে কোনো সমস্যা নেই।গত ১৭ জুলাই প্রধান নির্বাচক নান্নু রিয়াদকে দলে নেওয়া প্রসঙ্গে বলেছিলেন- ‘রিয়াদকে আশ্বাস দিতে নারাজ। বছরের শুরু থেকে মাহমুদউল্লাহ রিয়াদকে বারবার আশ্বাস দেওয়ার পরও এশিয়া কাপের দলে রাখা হয়নি।

দল ঘোষণার পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বলেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে অনেক লম্বা আলোচনা হয়েছে। অনেক আলোচনা করার পর টিম ম্যানেজমেন্ট আমাদের একটা পরিকল্পনা দেয়, সামনে কোন দেশের সঙ্গে কিভাবে খেলবে, কী পরিকল্পনা। ওই চিন্তাভাবনা করেই রিয়াদকে বাইরে রাখা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...